মোবাইল ইন্টারনেট গতিতে ১৪৩ এর মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০

বিশ্বব্যাপী মোবাইল ইন্টারনেট গতিতে ১৪৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০তম। ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের জুলাই মাসের ডাটা থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিষ্ঠানটির ২০২২ সালে প্রকাশিত ডাটাতে বাংলাদেশের অবস্থান ছিলো ১২১ তম। তখন দেশের সংখ্যা ছিলো ১৪১টি। প্রকাশিত তথ্যানুযায়ী, বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে মধ্যম মানের ডাউনলোড স্পিড ১৭.১৮ এমবিপিএস। 

এ তালিকায় প্রথমে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির মাঝারি ধরনের ডাউনলোড স্পিড হলো ২০৫.৭৭ এমবিপিএস। তালিকায় দ্বিতীয় কাতার, তৃতীয় কুয়েত, চতুর্থ উরোগুয়ে, পঞ্চম দক্ষিণ কোরিয়া, ষষ্ঠ নরওয়ে, সপ্তম ব্রুনেই।

বিশ্বের বিভিন্ন দেশের মোবাইল ডাটা বিশ্লেষণ এবং ব্যবহারকারীদের ওপর পর্যবেক্ষণ চালিয়ে এ প্রতিবেদন তৈরি করে স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স ওকলা। 

চলতি বছরের জুলাইতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মোবাইল ইন্টারনেটের গতিতে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৫৩তম। সেখানে ডাউনলোড স্পিড ৪৩.১৭ এমবিপিএস।

প্রতিবেদনে অনুযায়ী, বাংলাদেশে যেসব মোবাইল কোম্পানি ইন্টারনেট সেবা দিয়ে থাকে তার মধ্যে বাংলালিংকের গতি সবচেয়ে বেশি। 

জরিপে সবচেয়ে কম ইন্টারনেট গতির দেশের মধ্যে আফগানিস্তান ও কিউবা রয়েছে নিচের দিকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //