ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৪৪ পিএম
আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৪৭ পিএম
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৪৪ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট: ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৪৭ পিএম
ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের বিশেষায়িত প্রতিষ্ঠান মুসা মিয়া আইসিটি এন্ড ল্যাংগুয়েজ সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (৪ অক্টোবর) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আনোয়ার হোসেন এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য আয়োজনে সভাপতিত্ব করেন জাহেদী ফাউন্ডেশনের কর্ণধার ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল।
বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার আজিম-উল-আহসান, ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. তানজিবা রহমান।
উপাচার্য ড. আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসার। কারণ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এখনকার যুব সমাজকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের তৈরি করতে হবে। এমন আয়োজন আরো হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
জাহেদী ফাউন্ডেশনের কর্ণধার নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেন, মুসা মিয়া আইসিটি এন্ড ল্যাংগুয়েজ সেন্টারে প্রশিক্ষণের উদ্বোধন করা হলো আজ। এই শিক্ষার্থীরাই একদিন যোগ্য হয়ে বের হবে। তারা দেশ গঠনে কৃতিত্বের স্বাক্ষর রাখবেন। আগামীর উন্নত বাংলাদেশে তারা হবে আলোর দিশারী। তবে অবশ্যই তাদেরও সবদিকে দিয়ে পরিপূর্ণতা অর্জন করতে হবে।
এরপর মুসা মিয়া স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh