গুগল প্রধান সুন্দার পিচাইকে চিঠি পাঠিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কমিশনার থিয়েরি ব্রেটন।
হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত নিয়ে ইউটিউবে শেয়ার করা অবৈধ কনটেন্ট ও ভুল তথ্যের বিষয়ে এ চিঠি দেওয়া হয়।
চিঠিতে ব্রেটন লেখেন, ইসরায়েলে হামাসের আক্রমণের পর আমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অবৈধ কনটেন্ট ও ভুল তথ্যের প্রবণতা বাড়তে দেখেছি।
তিনি আরও যোগ করেন, ইউরোপে শিশু ও তরুণদের সহিংস কনটেন্ট দেখা থেকে সুরক্ষা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে ইউটিউবের। এ ছাড়া, ইইউ কোনো বিজ্ঞপ্তি পাঠালে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার ও বিভ্রান্তিকর ঝুঁকি মোকাবেলায় কোম্পানিকে ‘কার্যকর ব্যবস্থা’ নিতে হবে, এমন শর্তও উল্লেখ রয়েছে এতে।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জকে দেওয়া বিবৃতিতে ইউটিউবের মুখপাত্র আইভি চই বলেন, হামাসের আক্রমণ এবং ইসরায়েল ও গাজায় চলমান সংঘাত বিষয়ক হাজার হাজার ক্ষতিকারক ভিডিও’র পাশাপাশি কয়েকশ চ্যানেল বন্ধ করেছি আমরা।
তিনি বলেন, একই সময় ব্যবহারকারীদের ভাল মানের খবর ও তথ্য পৌঁছে দিচ্ছে আমাদের সিস্টেম। এমন ফুটেজ নিয়ে আমাদের দলগুলো দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আর ক্ষতিকারক কিছু পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন কনটেন্ট থেকে শুরু করে শর্টস ও লাইভস্ট্রিমও।
চিঠিতে ইইউ’র ‘ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)’র আইন মেনে চলার আহ্বান জানানো হয় গুগলকে।
সূত্র- দ্য ভার্জ
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : হামাস ইসরায়েল গাজা ইউরোপীয় ইউনিয়ন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh