লগইন করার পদ্ধতিতে পরিবর্তন আনল হোয়াটসঅ্যাপ

কয়েক দশক পুরোনো পাসওয়ার্ড প্রযুক্তি থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে বহুল ব্যবহৃত মেসেজিং অ্যাপ- হোয়াটসঅ্যাপ। লগইন ব্যবস্থায় বড় আপডেট এনেছে তারা। ফলে, পাসওয়ার্ড বা দুই স্তরের যাচাইকরণ ব্যবস্থার পরিবর্তে এখন ব্যবহার করা যাবে তুলনামূলক নিরাপদ ‘পাসকি’ সুবিধা।

সম্প্রতি ম্যাপস, সার্চ ও ইউটিউবে একই ধরনের সুবিধা আনার ঘোষণা দিয়েছে গুগল। তবে, শুরুর দিকে হোয়াটসঅ্যাপের নতুন আপডেটের প্রভাব পড়বে কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ওপর।

হোয়াসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট বলেছেন, আপনার অ্যাকাউন্টে লগইন করার নতুন উপায় হল পাসকি। লগইন করা ব্যক্তি সত্যিই আপনি কি না, তা নিশ্চিত করার নিরাপদ উপায় এটি। আর নিরাপত্তার বাড়তি স্তর ব্যবহারের সুযোগও পাবেন আপনি।

এছাড়া, ব্যবহারকারীর নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে ‘সেলফ-ডেস্ট্রাকটিং ভয়েস নোট’ নামের ফিচার চালু করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং সেবাটি।

নতুন এই আপডেট এখন পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণে। তবে, ফিচারটি ধীরে ধীরে সকল ব্যবহারকারীর কাছে আসবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট।

গোটা বিশ্বে ২৭০ কোটির বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আছেন, যাদের সিংহভাগই অ্যান্ড্রয়েড সংস্করণ ব্যবহার করেন। ফলে, বিভিন্ন ‘বাগের’ সমাধান নিশ্চিত হওয়ার পরই সকল ব্যবহারকারীর কাছে নতুন আপডেট আনে সেবাটি।

সূত্র- দ্য ইন্ডিপেন্ডেন্ট

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //