বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০২:০৬ পিএম
আপডেট: ১৮ নভেম্বর ২০২৩, ০২:২৩ পিএম
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০২:০৬ পিএম
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
আপডেট: ১৮ নভেম্বর ২০২৩, ০২:২৩ পিএম
চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআইর সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান স্যাম অল্টম্যানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার এই ঘোষণা করা হয়েছে। আপাতত প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মিরা মুরাতিকে অন্তবর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কোম্পানির নেতৃত্বে পরবর্তী কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি দেখভাল করবেন।
ওপেনএআই-এর পক্ষ থেকে করা এক অফিসিয়াল ব্লগ পোস্টে জানিয়েছে, অল্টম্যান বোর্ডের সদস্যদের সঙ্গে ধারাবাহিক ভাবে যোগাযোগ বজায় রাখেননি। এটি তাঁর দায়িত্ব ছিল। কিন্তু তিনি তাঁর দায়িত্ব পালন করতে পারেননি। এরমাধ্যমে প্রতিষ্ঠানের যে দায়িত্ব আছে সেটি বাধাগ্রস্ত হচ্ছিল। তাই অল্টম্যানকে নিয়ে অনেক পর্যালোচনার পর সংস্থার বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
ওপেনএআইকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে অ্যাল্টম্যানের ওপর বোর্ডের আর কোনো ভরসা নেই বলেও জানিয়ে ওই পোস্টে আরও যোগ করা হয়, স্যাম যে ওপেনএআই-এর নেতৃত্ব দিতে পারবেন, সে বিষয়ে তাঁর উপর আস্থা হারিয়েছে বোর্ড।
বরখাস্ত হওয়ায় ওপেনএআইয়ের বোর্ড অব ডিরেক্টরসের পদও ছাড়তে হবে আল্টম্যানকে।
সিইও পদ হারানোর পর অল্টম্যান ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছেন, ওপেনএআই-এ আমি যে সময় কাটিয়েছি, তা ভাল ছিল। ব্যক্তিগতভাবে আমার জীবনে এই সিদ্ধান্ত অনেক বদল আনবে। আশা করি বিশ্বেরও কিছুটা পরিবর্তন হবে। ওপেনএআই-এ আমার সব থেকে বেশি ভালো লেগেছে প্রতিভাবান মানুষদের সঙ্গে কাজ করতে। পরবর্তী কালে আমি কী করব, তা নিয়ে পরে বলব।
উল্লেখ্য, কৃত্রিমবুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সিইও স্যাম আল্টম্যানের চ্যাটজিপিটি তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সারা বিশ্ব তাঁকেই চ্যাটজিপিটি-র স্রষ্টা হিসাবে চেনে। চ্যাটজিপিটি, ড্যাল-ই ৩, জিপিটি-৪ এর মতো বিশ্বখ্যাত চ্যাটবটগুলোর উদ্ভাবক এই ওপেনএআই।
ওপেনএআই-এ যোগ দেওয়ার আগে স্যাম অল্টম্যান ‘ওয়াই কম্বিনেটর’ নামে একটি প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তি ছিলেন। বিনিয়োগকারী হিসাবেও দীর্ঘদিন ধরে কাজ করছেন। ২০১৫ সালে টেসলা বস ইলন মাস্ক, লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যান এবং আরও কয়েক জনকে সঙ্গে নিয়ে ‘ওপেনএআই’ নামে একটি কৃত্রিম মেধা গবেষণা সংস্থা প্রতিষ্ঠা করেন স্যাম। সেই সময় তিনি দাবি করেন, এআই ব্যবহার করে মানব জাতির উপকার করা এই সংস্থা তৈরির মূল লক্ষ্য।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh