আইফোন ১৬- এ যে আপগ্রেড আসছে!

অ্যাপলের পরবর্তী ফোন আইফোন ১৬ এ বেশকিছু হার্ডওয়্যার আপগ্রেড আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। স্লিম ডিজাইন ধরে রেখে আইফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে রক্ষা করতে দুটি হার্ডওয়্যার আপগ্রেড আনার পরিকল্পনা করছে অ্যাপল। সম্প্রতি আইফোন ১৬ সংক্রান্ত ফাঁস হওয়া তথ্য থেকে সংবাদ প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশঅ্যাবল ডটকম, ডেইলি মেইল।

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ফাঁস হওয়া তথ্য থেকে দেখা যায়, প্রথম ধাপে থাকবে গ্রাফিনের হিট সিংক। অর্থাৎ পাতলা স্তরের উচ্চতর পরিবাহী এবং ন্যানো-ইঞ্জিনিয়ারড ম্যাটেরিয়াল ডিজাইন করা, যা তাপকে শোষণ করে ডিভাইস থেকে বের করে দেবে।

অপর আপগ্রেড হিসেবে থাকবে ফোনের ভেতরে ব্যাটারিতে একটি নতুন মেটাল কেস। এটি ব্যাটারি থেকে তাপমাত্রাকে বের করে হিটসিংক পর্যন্ত পৌঁছে দেবে। সম্প্রতি আইফোন ১৫-প্রো নিয়ে অভিযোগ উঠেছে— এটি চার্জে দিলে কয়েক মিনিটের মধ্যে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটে উঠে যায়। যদিও আইফোন সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে।

সংবাদমাধ্যম জানায়, ভালো ডিজাইন করা গ্রাফিনের লেয়ার আইফোনের ভেতরের যন্ত্রাংশের তাপকে বের করে দিতে সক্ষম হবে। এটি কোনও রকমের নয়েজ এবং অতিরিক্ত ফ্যানের সাহায্য ছাড়াই ভেতরের তাপকে বাইরে বের করে দিতে পারবে। অপরদিকে মেটাল ব্যাটারি কেস তাপ বের করে দেওয়ার এই প্রক্রিয়াকে আরও অগ্রসর করে দেবে। কেননা, ধাতু খুব ভালো মানের বিদ্যুৎ এবং তাপ পরিবাহী। এটি হিট সিংক ডিজাইনে নতুন একটি স্তর তৈরি করবে।

এছাড়াও আরও কিছু পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। যেমন- ফোনের ডিসপ্লে সাইজ একটু বড় করা, ওয়াই ফাই ৭, পেরিস্কোপ জুম লেন্স থাকার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে আইফোন ১৫, আইফোন ১৫-প্রো বাজারে ছেড়েছে অ্যাপল। নতুন ফোন নিয়ে বেশ সমালোচনার মুখোমুখিও হয়েছে প্রতিষ্ঠানটি। ধারনা করা হচ্ছে, ২০২৪ সালের সেপ্টেম্বর মাঝামাঝি সময়ে নতুন আইফোন ১৬ বাজারে আসতে পারে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //