এআইয়ের দখলে যেতে পারে ৪০ ভাগ চাকরি: আইএমএফ

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই) প্রায় ৪০ শতাংশ চাকরি কেড়ে নিতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন এক বিশ্লেষণে এমন শঙ্কার কথা উঠে এসেছে।

সেই সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে এআই চলমান বৈষম্যের মাত্রাকে আরও তীব্রতর করতে পারে বলেও মন্তব্য করেন বিশ্বসংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জেভা।

ভবিষ্যতে প্রযুক্তি যেনো সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে না পারে তা সামাল দিতে নীতিনির্ধারকদের এখনই কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিবিসি। 

বিশ্লেষণে বলা হয়েছে, উন্নয়নশীল এবং নিম্ন আয়ের দেশগুলোর তুলনায় উন্নত দেশগুলোতে এই নেতিবাচক প্রভাব পড়বে। কারণ ওই উন্নত দেশগুলোতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের প্রভাব বেশি। সেখানে বেশি পরিমাণে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় না। 

আরেক ব্যাখ্যায় দাবি করা হয়েছে, কয়েকটি কর্মসংস্থান সম্পূর্ণ নিজেদের হাতে কুক্ষিগত করার ক্ষমতা রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার। তবে সেটার সম্ভাবনা বা ব্যাপ্তি খুব একটা বেশি নয়। বরং মানুষ যে কাজ করছেন, সেটার অনুসারী হয়ে উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা।

আর সেক্ষেত্রে উন্নত অর্থনীতির ৬০ শতাংশ চাকরির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব পড়বে। যা উন্নয়নশীল এবং নিম্ন আয়ের দেশগুলোতে সর্বোচ্চ ২৬ শতাংশ হবে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //