আকাশে উঠেছে গোলাপি চাঁদ

আকাশে দেখা মিলেছে গোলাপি চাঁদের। বিশ্বের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিশেষ রঙের এ চাঁদের দেখা মিলছে বাংলাদেশেও। 

আজ বুধবার (২৪ এপ্রিল) এই গোলাপি চাঁদ দেখা যাচ্ছে। ইতোমধ্যে অনেকেই চাঁদের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন।

যদিও বিশ্বের নানা প্রান্তে কয়েক দিন ধরে দেখা যাচ্ছে গোলাপি চাঁদ। তবে বাংলাদেশের আকাশে আজই তা উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে।

তবে এপ্রিলের এই গোলাপি চাঁদকে ‘সুপার মুন’ বলা যাবে না। আবহাওয়া পূর্বাভাস, জ্যোর্তিবিদ্যা ও বৃক্ষরোপণ সংক্রান্ত গ্রন্থ ‘দ্য ওল্ড ফারমার্স অ্যালম্যানাক’-এর মতে, এপ্রিলে পূর্ণিমার চাঁদ বিবর্ণ হলে বৃষ্টির সম্ভাবনা থাকে।

সিএনএনের আবহাওয়াবিদ জাডসন জোনস জানিয়েছেন, চলতি সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে। সেখানে বিবর্ণ চাঁদ দেখা যাবে।

‘গোলাপি’ চাঁদের সঙ্গে খ্রিষ্টীয়, হিন্দু ও বৌদ্ধসহ বেশ কয়েকটি ধর্মের উৎসবের যোগসূত্র রয়েছে উল্লেখ করে সিএনএন জানায়, শ্রীলঙ্কায় গোলাপি চাঁদ বা ‘বক পয়া’ দ্বীপদেশটিতে গৌতম বুদ্ধের আগমনের কথা স্মরণ করিয়ে দেয়। আর হিন্দু ধর্ম মতে, গোলাপি চাঁদ হচ্ছে ‘হনুমান জয়ন্তী’।

‘দ্য ওল্ড ফারমার্স অ্যালম্যানাক’ গ্রন্থের তথ্য অনুসারে, উত্তরপূর্ব আমেরিকায় বসন্তকালে গোলাপি রঙের বনফুল ফোটে। এর সঙ্গেও চাঁদের মিল খোঁজা হয়। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //