ইলেকট্রিক বাই-সাইকেল: এক চার্জে চলবে ২০০ কিলোমিটার

আপনি কি দৈনন্দিন চলাচলের জন্য একটি ইকো-ফ্রেন্ডলি ইলেকট্রিক টু-হুইলার খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে ইয়ামাহার নতুন ইলেকট্রিক সাইকেল। এটি আপনার দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ ও আরামদায়ক করে তুলবে। এছাড়া, উপহার হিসেবেও এটি হতে পারে একটি অসাধারণ বিকল্প।

 নতুন প্রজন্মের টু-হুইলার ট্রেন্ড

ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা বর্তমান সময়ে দিন দিন বাড়ছে। সাধারণ সাইকেল পরিবেশ বান্ধব হলেও দীর্ঘ পথ চলা কিছুটা ক্লান্তিকর হতে পারে। ইয়ামাহা ইলেকট্রিক বাই সাইকেল এর সাহায্যে এখন প্যাডেল ছাড়াই দীর্ঘপথ অতিক্রম করতে পারবেন। এর উচ্চ গতি-সীমা আপনাকে স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে। এই কারণেই অনেকেই প্রতিদিনের যাতায়াতে ইলেকট্রিক সাইকেল বেছে নিচ্ছেন। ইয়ামাহা এবার এনেছে এক সম্পূর্ণ নতুন ধরনের ইলেকট্রিক সাইকেল, যা আধুনিক প্রযুক্তির সাথে দুর্দান্ত রেঞ্জ প্রদান করে।  

ব্যাটারি ক্ষমতা ও পারফরম্যান্স

ইয়ামাহা ইলেকট্রিক সাইকেলে ব্যবহৃত হয়েছে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যা আপনাকে সহজে যেকোনো ভ্রমণ উপভোগ করতে সহায়তা করবে। PW-সিরিজের শক্তিশালী মোটর রয়েছে এই সাইকেলে। যা ২৫০ ওয়াট থেকে ৮০০ ওয়াট পর্যন্ত পাওয়ার প্রদান করতে পারে। এতে যুক্ত হয়েছে এমন ব্যাটারি যা মাত্র ৩ থেকে ৬ ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়, ফলে দীর্ঘ পথ চলার সময় চার্জ নিয়ে ভাবতে হবে না।

ইয়ামাহা ইলেকট্রিক বাই সাইকেল এর রেঞ্জ ৪০ কিমি থেকে ২০০ কিমি পর্যন্ত হতে পারে। যা ব্যাটারির আকার ও ক্ষমতার উপর নির্ভর করে। এই বৈশিষ্ট্যটি নিশ্চিত করে যে আপনাকে দৈনন্দিন কাজে যাতায়াতের জন্য কোনও ধরনের তেল বা গ্যাসোলিনের উপর নির্ভর করতে হবে না, বরং একবারের চার্জেই লম্বা পথ যাওয়া সম্ভব।  

অতিরিক্ত ফিচারসমূহ 

এই ইলেকট্রিক সাইকেল একটি শক্তিশালী মাউন্টেন সাইকেল হিসেবে ডিজাইন করা হয়েছে। যা কেবল শহরের মসৃণ রাস্তা নয় বরং পাহাড়ি ও দুর্গম পথেও আরামে চালানো যায়। এতে রয়েছে গিয়ার শিফট, ফ্রন্ট হেডলাইট, এবং নিরাপত্তার জন্য আধুনিক ফিচার। সাইকেলটির ফ্রেম যথেষ্ট মজবুত হওয়ায় এটি কঠিন যেকোনো জায়গায় চালানো যাবে। ইয়ামাহা তাদের এই ইলেকট্রিক সাইকেলের জন্য ৩ থেকে ৪ বছরের ওয়ারেন্টিও সরবরাহ করছে, যা ব্যবহারকারীদের জন্য নিরাপদ এবং নির্ভরযোগ্য। 

সম্ভাব্য দাম ও বাজারে আসার সময়কাল

ইয়ামাহার এই ইলেকট্রিক সাইকেলটি খুব শিগগিরই বাজারে আসতে চলেছে। এর প্রাথমিক মূল্য ধরা হয়েছে প্রায় ১ লাখ টাকা। ব্যাটারি ওয়ারেন্টি হিসেবে ৩ বছরের ওয়ারেন্টিও দেওয়া হবে, যা আপনাকে বাড়তি নিশ্চিন্ততা দেবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh