সময়টা তখন ২০১৫, দেশে জনপ্রিয় হতে শুরু করেছে ইন্টারনেট। হাতে-হাতে বাড়তে শুরু করেছে মোবাইলের সংখ্যা। সঙ্গে পরিবর্তন হতে শুরু করেছে মোবাইলের আকৃতিও। সেই সময়ে নেট দুনিয়াতে হালাল-হারামের বিষয়টি নাড়া দেয় তরুণ উদ্যোক্তা কাহফের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিনের মাথায়। সেই ভাবা থেকেই কাজে যুক্ত হন আরেক তরুণ উদ্যোক্তা ও আইসিটি বিশেষজ্ঞ ওমর আল জাবির। একটি নিরাপদ ও অশ্লীলতামুক্ত ইন্টারনেট দুনিয়া নিশ্চিতে ২০২২ সালে কাহাফ আনে বিভিন্ন অ্যাপ। বর্তমানে এ প্রতিষ্ঠানটির রয়েছে ৪টির মতো অ্যাপ। যা গুগল প্লে-স্টোরে রয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় প্রতিষ্ঠানের দুই কর্ণধারের সঙ্গে। শুরুতে কাহফের সিটিও ও কো-ফাউন্ডার ওমর আল জাবির তার বক্তব্যে নিরাপদ ও অশ্লীলতামুক্ত সাইবার জগতের বিষয়টি উঠে আসে।
তিনি বলেন, আমাদের দেশের মানুষের ধারণাই নেই ইন্টারনেটের জগত গতটা বিকৃত ও অন্ধকার। গত চার বছর আমি ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাতে কাজ করেছি। আমার কাজ ছিল সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটস অ্যাপে যেসব অপরাধ ঘটে তা দমন করা। এই প্ল্যাটফর্মগুলোতে ১০ জন শিশু-কিশোরের মধ্যে ছয় জনই ক্ষতির শিকার হন। তারা অশ্লীল কন্টেন্ট দেখেন এবং এমন অভিজ্ঞতার সম্মুখীন হন যা তাদের মানসিকতাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে। কোন ধরনের প্রতিরক্ষা না নিয়ে বাচ্চাদের হাতে আমরা ইন্টারনেটের মতো ভয়ংকর জিনিস তুলে দিচ্ছি। আমরা এমন কিছু অ্যাপ এবং ডিভাইস বানাতে চাই যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করবে।
এদিকে কাহফের প্রতিষ্ঠাতা ও সিইও নিজাম বলেন, ২০১৫ সালে জাপান সফরে হালাল-হারামের বিষয়টি চলে আসে এবং মাথায় আসে কিভাবে অনলাইন জগতকে শরিয়াহ কম্প্লাইন করা যায়। আমাদের একটা গবেষণায় দেখেছি, মানুষ গড়ে প্রতিদিন ৬ ঘণ্টা ৪০ মিনিট ইন্টারনেট ব্যবহার করে। ৯৩০ মিলিয়নের বেশি মুসলিম ইন্টারনেট ব্যবহার করে। আমরা অনলাইনের সমস্ত হারাম কন্টেন্ট বন্ধ করতে, হালাল বিকল্প প্ল্যাটফর্ম আনতে এবং একটি বড় হালাল ইকোসিস্টেম তৈরি করতে চাই।
তিনি আরো বলেন, ইতোমধ্যে আমাদের দুটো অ্যাপ রয়েছে যেটি ফ্রি করে দেওয়া হয়েছে কাহফ গার্ড ও মাহফিল। কাহফ গার্ড অনলাইনের বিভিন্ন হার্মস থেকে রক্ষা করবে অন্যদিকে মাহফিল অ্যাপটি এমনভাবে সাজানো যেটি ইউটিউবের বিকল্প হিসেবে কাজ করবে। শিগগির আমাদের তৈরি হালাল একটি ব্রাউজার বাজারে আসছে। নিরাপদ হোম ইন্টারনেট নিয়েও আমরা কাজ করছি। আশা করি রমজানের আগেই বাজারে চলে আসবে।
এসময় দুইজনই তাদের দুটি প্রধান প্রোডাক্ট কাহফ গার্ড এবং মাহফিল অ্যাপ নিয়ে ব্যাখ্যা করেন। এছাড়া আসন্ন প্রোডাক্টগুলো হলো- কাহফ কিডস, কাহফ ব্রাউজার, কাহফ ইন্টারনেট এবং কাহফ সিম।
প্রসঙ্গত, কাহফ গার্ড পর্ন সাইট, জুয়া, ম্যালওয়্যার এবং ফিশিং সাইটসহ অন্যান্য ক্ষতিকর সাইট ব্লক করে। মাহফিল হলো ইউটিউবের হালাল বিকল্প যার নিজস্ব বিজ্ঞাপন ইঞ্জিন রয়েছে। কাহফ ব্রাউজার হালাল ব্রাউজিং অভিজ্ঞতার জন্য কন্টেন্ট ফিল্টার করে এবং কাহফ কিডস একটি নিরাপদ ও শিশু-বান্ধব প্ল্যাটফর্ম নিশ্চিত করে। অন্যদিকে কাহফ সিম এবং কাহফ ইন্টারনেট হালাল ইন্টারনেট পরিষেবা প্রদান করবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh