নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম
আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ০৮:০০ পিএম
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ০৮:০০ পিএম
কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (এসএমডব্লিউ৪) সিস্টেমের সব সার্কিটের ব্যান্ডউইথ পরিসেবা রক্ষণাবেক্ষণ কাজের জন্য তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে অথবা ধীর গতি দেখা দিতে পারে।
আজ শনিবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
এতে বলা হয়, আগামীকাল রবিবার দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ২ ঘণ্টা ৫৯ মিনিট কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সিস্টেমের (এসএমডব্লিউ৪) চেন্নাই প্রান্তে চেন্নাই ল্যান্ডিং স্টেশনের নিকট এবং সিঙ্গাপুর প্রান্তে টুয়াস ল্যান্ডিং স্টেশনের নিকট কনসোর্টিয়াম কর্তৃক ক্যাবলের ত্রুটি নিরসনের লক্ষ্যে রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এই সময়ে এসএমডব্লিউ৪-এর মাধ্যমে কক্সবাজার থেকে চেন্নাই রুটে এবং সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে ব্যাহত হবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বিএসসিপিএলসি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ইন্টারনেট সেবা বিঘ্নিত কক্সবাজার ব্যান্ডউইথ পরিসেবা বিএসসিপিএলসি এসএমডব্লিউ৪ সাবমেরিন ক্যাবলস পিএলসি
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh