আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০২:১৪ পিএম
আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৩৪ পিএম
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০২:১৪ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫, ০৪:৩৪ পিএম
মহাকাশ নিয়ে বিশ্বের শীর্ষ দুই ধনী ইলন মাস্ক ও জেফ বেজোসের লড়াই জমে উঠেছে। আর কিছুক্ষণের মধ্যেই ফ্লোরিডার কেপ কেনাভেরাল উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি জমাতে যাচ্ছে জেফ বেজস প্রতিষ্ঠিত মহাকাশ নির্ভর বাণিজ্যিক কোম্পানি ব্লু অরিজিনের নতুন রকেট ‘নিউ গ্লেন’।
এভরিডে অ্যাস্ট্রোনাটসের তথ্যমতে, ৯৮ মিটার লম্বা নিউ গ্ল্যান স্পেসএক্সের ‘ফ্যালকন ৯’ রকেটের স্থলাভিষিক্ত হওয়ার সক্ষমতা রাখে। ব্লু অরিজিন দাবি করছে, তাদের এই পুনরায় ব্যবহারযোগ্য রকেটটি মহাকাশে পেলোড ডেলিভারির ক্ষেত্রে হবে খুবই সাশ্রয়ী। এর ইঞ্জিন ২৫ বার ব্যবহার করা যাবে।
তবে বাণিজ্যিক ভাবে ব্যবহারের জন্য রকেটটিকে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এটি কেবল প্রথম উৎক্ষেপণ। ব্লু অরিজিন আশা করছে, প্রথমবারেই এটি মহাকাশে যেতে সক্ষম হবে। তবে অবতরণের ক্ষেত্রে সফলতার বিষয়ে এখনই আশাবাদী নন তারা। কিন্তু যদি এমনটা হয়- তবে তা চমকপ্রদ ঘটনাই হবে বলে মনে করছে কোম্পানিটি।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী ও কার্গো পাঠানোর কাজ দীর্ঘদিন ধরেই স্পেসএক্স করে আসছে। নিউ গ্ল্যানের মাধ্যমে এতে ভাগ বসাতে চাইছেন জেফ বেজোস। এক্ষেত্রে পরবর্তী মার্কিন প্রশাসনে ইলনের প্রভাব নিয়েও ভাবছেন না তিনি। তার মতে, ইলনের চিন্তা সার্বিক মানব কল্যাণ। তাই বেজোস মনে করেন, তিনি বাঁধা হয়ে দাঁড়াবেন না।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোষ্টে ইলন মাস্ক নিউ গ্ল্যানের উৎক্ষেপণ উপলক্ষে ব্লু অরিজিনকে শুভকামনা জানিয়েছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : স্পেসএক্স ব্লু অরিজিন জেফ বেজোস ইলন মাস্ক
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh