যুক্তরাষ্ট্রে বন্ধ হলো টিকটক

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক অ্যাপের কার্যক্রম যুক্তরাষ্ট্রে বন্ধ হয়েছে। দেশটিতে এখন অ্যাপল ও গুগল আপ স্টোরেও অ্যাপটি পাওয়া যাচ্ছে না। নিষেধাজ্ঞা চালুর দুই ঘণ্টার চেয়ে কম সময় আগে অ্যাপটি কাজ করা বন্ধ করে দেয়।

গতকাল রোববার (১৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

অ্যাপে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইউজাররা। তাদেরকে এই বার্তাটি দেখানো হচ্ছে, ‘দুঃখিত। এ মুহূর্তে টিকটকের সেবাগুলো চালু নেই। যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করে একটি আইন চালু করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, এর অর্থ হলো আপনি আপাতত টিকটক ব্যবহার করতে পারছেন না।’

যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। কিন্তু এর চীন-ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন মার্কিন আইনপ্রণেতারা। টিকটকের মাধ্যমে চীন সরকার মার্কিন জনগণের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে, এই আশঙ্কা ব্যক্ত করেছে মার্কিন প্রশাসন।

জানালেও টিকটকের ভাগ্য নিয়ে আশার বাণী শোনান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাপটি চালু রাখতে রাজনৈতিক সমাধান খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্রি বা নিষেধাজ্ঞার আইনটি ৬০ থেকে ৯০ দিনের জন্য স্থগিত রাখতে একটি নির্বাহী আদেশ দেয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প। এর মাঝেই একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে চান তিনি। যাতে যুক্তরাষ্ট্রে চালু থাকতে পারে অ্যাপটি।

এমন উদ্যোগ নেয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে টিকটকের প্রধান নির্বাহী শু জি চিউ বলেন, তার এই প্রতিশ্রুতি বাকস্বাধীনতার পক্ষেগুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

এছাড়া ব্যবহারকারীদের উদ্দেশে এক ভিডিও বার্তায় টিকটক চালু রাখতে তাদের পাশে থাকার অনুরোধ জানান চিউ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh