লুইআন ই-বাইক মিলছে দেশেই

চীনের শীর্ষস্থানীয় ব্র্যান্ড লুইআন ইলেক্ট্রিক টু-হুইলার দেশের বাজারে এনেছে ডিএক্স গ্রুপ। সম্প্রতি চীনের এই প্রতিষ্ঠানটির সঙ্গে ডিস্ট্রিবিউশন পার্টনারের চুক্তি করেছে দেশীয় ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান ডিএক্স গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান ডিএক্স নিউ এনার্জি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শুরুতে লুইআন দুইটি মডেলের ই-বাইক বাজারজাত করবে ডিএক্স গ্রুপ।

এ প্রসঙ্গে ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন বলেন, নতুন বাংলাদেশ আমাদের একটি টেকসই বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। আমরা সবাইকে নিয়ে এই স্বপ্নের পথে এগিয়ে যেতে চাই। এই ইলেকট্রিক স্কুটারগুলো অত্যাধুনিক এবং সাশ্রয়ী।

লুইআন ব্র্যান্ডের দুটি বাইকের মধ্যে রয়েছে লুইআন এমওকে এবং লুইআন এমওয়াইসি। এরমধ্যে লুইআন এমওকে মডেলের মোটরসাইকেলটি একবার চার্জে চলবে ৮০ থেকে ৯৫ কিলোমিটার। ৮৪ কেজি ওজনের বাইকটির ব্যাটারি ক্যাপাসিটি ৭২ ভোল্ট। মটরের ক্ষমতা ৮০০ ওয়াট। বাইকটির সামনের চাকায় ডিস্ক ব্রেক ও পেছনের চাকায় ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। এমওকে মডেলে আছে অত্যাধুনিক এনএফসি ফিচার, যেটি ব্যবহার করে গ্রাহকরা চাবি ছাড়া শুধু ট্যাপ করে বাইকটি চালু এবং বন্ধ করতে পারবেন। ৫ বছরের মটর ওয়ারেন্টি সুবিধা রয়েছে এতে। এর দাম ১ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা। ক্যাম্পেইন উপলক্ষে বর্তমানে এটি ১ লাখ ৩৭ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

অপর মডেল লুইআন এমওয়াইসি একবার চার্জে চলবে ৮০-৯৫ কিলোমিটার। ৮৩ কেজি ওজনের বাইকটির ব্যাটারি ক্যাপাসিটি ৭২ ভোল্ট। মটরের ক্ষমতা ৮০০ ওয়াট। বাইকটির সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এমওকে মডেলের মতো লুইআন এমওয়াইসিতেও রয়েছে এনএফসি ফিচার। রয়েছে ৫ বছরের মটর ওয়ারেন্টি সুবিধা। বাইকটির দাম ১ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা। ক্যাম্পেইন উপলক্ষে বর্তমানে এটি ১ লাখ ৪৩ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

লুইয়ান ব্র্যান্ডের অফিসিয়াল ওয়ারেন্টিসহ বাইক দুটি দেশব্যাপী ডিএক্স নিউ এনার্জি ইন্ডাস্ট্রিজের ডিলার শোরুমে পাওয়া যাচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh