এপ্রিলে আসতে পারে আইফোন এসই৪

অ্যাপল সিরিজের নতুন ফোন এসই৪ মডেলটি এ বছরের এপ্রিলের মধ্যে বাজারে আসতে পারে। ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।

গুরম্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, অ্যাপল আইওএস ১৮.৩-সহ আইফোন এসই৪ ও নতুন আইপ্যাড মডেলগুলো তৈরি করছে। সব ঠিকঠাক থাকলে এপ্রিলের মধ্যে নতুন মডেলগুলো বাজারে আসবে।

যদিও আগে গুঞ্জন ছিল, জানুয়ারিতে নতুন মডেলগুলোর উন্মোচন হবে। তবে গুরম্যান সে তথ্য অস্বীকার করেছেন। তার মতে, অ্যাপল সাধারণত মার্চ বা এপ্রিলে তাদের এসই সিরিজের ডিভাইস লঞ্চ করে। ২০২২ সালের মার্চে আইফোন এসই উন্মোচন করেছিল। এসই মডেলটি আইফোনের বাজারে সাশ্রয়ী ডিভাইস হিসেবে পরিচিত। পুরোনো আইফোন ডিজাইন ও নতুন প্রযুক্তির সংমিশ্রণ আনা হয় এ মডেলে।

এবারের আইফোন এসই৪-এ থাকবে আইফোন১৪-এর মতো ডিজাইন। এতে ৬.১ ইঞ্চি এলটিপিএস ওলেড ডিসপ্লে, অ্যাপলের নিজস্ব ফাইজি মডেম, ফেস আইডি, এ১৮ চিপ, আট জিবি র‍্যাম ও অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার থাকবে। এতে ৩২৭৯ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (এমএএইচ) ব্যাটারি, একটি ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ১২ মেগাপিক্সেল সেলফি শুটার থাকবে বলে ধারণা করা হচ্ছে। এই হ্যান্ডসেটের দাম ৫০০ ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ হাজার টাকা) কম হতে পারে। দক্ষিণ কোরিয়ায় এর মূল্য হতে পারে প্রায় আট লাখ কোরিয়ান ওন।

এদিকে ২০২৪ সালের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) বিশ্বব্যাপী ১৫ কোটির বেশি আইফোন বিক্রি করেছে অ্যাপল। চতুর্থ প্রান্তিক নিয়ে বছরের মোট বিক্রির পরিমাণ পূর্ববর্তী সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে সম্প্রতি পূর্বাভাস দিয়েছে ডাটা বিশ্লেষণ প্ল্যাটফর্ম ডিমান্ডসেইজ। গত বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) অ্যাপলের আয় ওয়াল স্ট্রিটের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh