কোয়ার্টার ফাইনালে নাদাল, চমক সিনারের

ফ্রেঞ্চ ওপেন টেনিসে পুরুষ এককের কোয়ার্টারফাইনাল নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই স্পেনের রাফায়েল নাদাল

চতুর্থ রাউন্ডে নাদাল সরাসরি সেটে হারিয়েছেন অবাছাই যুক্তরাষ্ট্রের সেবাস্তিয়ান করদাকে। নাদাল জয় পান ৬-১, ৬-১ ও ৬-২ গেমে।

রেকর্ড ১৩তম বারের মতো শিরোপার স্বাদ নেয়ার দৌঁড়ে টিকে থাকা নাদাল ম্যাচ শেষে বলেন, এ ম্যাচটি আমি আরো বেশি উপভোগ করেছি। আগের ম্যাচগুলোর চাইতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছি। আগ্রাসী মেজাজে খেলেছি। তাই জয় পেতে মোটেও সমস্যা হয়নি। এটিই ধরে রাখার চেষ্টা করবো।

শেষ আটে নাদালের প্রতিপক্ষ অবাছাই ইতালির জানিক সিনার। চতুর্থ রাউন্ডে ষষ্ঠ বাছাই জার্মানির আলেক্সান্দার জেভরেভকে হারিয়ে চমক দেখিয়েছেন সিনার। 

প্রথম দুই সেটই জিতে নেন সিনার। দু’টি সেটেরই ফল ছিলো ৬-৩। তবে তৃতীয় সেটে ঘুড়ে দাঁড়ান জেভরেভ। ৬-৪ গেমে জয় পেয়ে ম্যাচে ফেরার আভাস দিয়েছিলেন জেভরেভ। কিন্তু সেটি হতে দেননি সিনার। চতুর্থ সেট ৬-৩ গেমে জিতে শেষ আটের টিকিট পান সিনার।

শেষ আটে নাদালকেও চমকে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সিনার। তিনি বলেন, জেভরেভকে হারানোটা সহজ ছিলো না। দারুণ খেলোয়াড় তিনি। শেষ আটে আরো বড় প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে আমাকে। এই জয়ে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। নাদালকেও চমকে দিতে চাই আমি।

অপরদিকে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ চতুর্থ রাউন্ডেও সহজ জয় তুলে নিয়েছেন। সরাসরি সেটে বিশ্বের ১৫ নম্বর বাছাই রাশিয়ার কেরান খাচানোভকে হারিয়ে কোয়ার্টারের টিকেট নিশ্চিত করেছেন বর্তমান বিশ্বের এক নম্বর টেনিস তারকা।

গতকাল সোমবার (৫ অক্টোবর) রোলাঁ গারোঁয় ক্লে কোর্টে ৩৩ বছর বয়সী জোকোভিচ খাচানোভকে ৬-৪, ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়েছে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছেন। কোয়ার্টারে স্পেনের পাবলো কারানো বাস্তা ও জার্মানির ড্যানিয়েল আল্টমাইয়েরের মধ্যকার বিজয়ীর মুখোমুখি হবেন এ সার্বিয়ান।

দিনের অপর ম্যাচে পঞ্চম বাছাই গ্রিক তারকা স্তেফানোস সিতসিপাসকে ৬-৩, ৭-৬ (১১-৯) ও ৬-২ গেমে হারিয়েছেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ। অপর ম্যাচে হাঙ্গেরির মার্টন ফুকসোভিচকে ৬-৭ (৪-৭), ৭-৫, ৬-৪ ও ৭-৬ (৭-৩) গেমে হারিয়েছেন ১৩ নম্বর বাছাই আন্দ্রে রুবলেভ।

মেয়েদের এককে চীনের ঝ্যাং সুইকে হারিয়েছেন ৭ নম্বর বাছাই চেক তারকা পেত্রা কেভিতোভা। ৬-২ ও ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছেন তিনি। অপর ম্যাচে স্পেনের বাদোসা গিবার্তকে ৭-৫ ও ৬-২ গেমে হারিয়েছেন জার্মানির লরা সিগেমুন্ড।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //