ফেদেরারের রেকর্ডে জোকোভিচের ভাগ

রফার ফেদেরারের বিরল এক রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। ডব্লিউটিএ র‍্যাঙ্কিংয়ে রজার ফেদেরার ৩১০ সপ্তাহ শীর্ষে ছিলেন। গত সপ্তাহেই নবম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতে নিয়েছেন সার্বিয়ান তারকা জোকোভিচ। সব মিলিয়ে তার নামের পাশে শোভা পাচ্ছে মোট ১৮টি গ্র্যান্ড স্লাম শিরোপা। সে সঙ্গে নিশ্চিত হয়ে গেলো, সামনে প্রকাশিতব্য ডব্লিউটিএ র‍্যাঙ্কিংয়ে ফেদেরারের শীর্ষে থাকার রেকর্ডটিকে ছুঁয়ে ফেলবেন জকোভিচ।

২০২০ সালের ফেব্রুয়ারিতে রাফায়েল নাদালের কাছ থেকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি পুনরূদ্ধার করেন জোকোভিচ। এরপর থেকে টানা শীর্ষেই রয়েছেন তিনি। 

মোট ৫ বারর‍্যাঙ্কিংয়ের শীর্ষে এসেছিলেন জকোভিচ। এর মধ্যে ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ১২২ সপ্তাহ ছিলেন শীর্ষে। যদিও এই রেকর্ডটা (টানা শীর্ষে থাকার) দখলে রয়েছে রজার ফেদেরারের। তিনি ২৩৭ সপ্তাহ টানা শীর্ষে ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //