ভিসা নিয়ে জটিলতা, অস্ট্রেলিয়ায় ঢুকতে পারলেন না জকোভিচ

বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে পা রাখার পরে ভিসা সংক্রান্ত সমস্যায় তাকে আটকে দেওয়া হয়েছে। 

যা দেখে মনে করা হচ্ছে, করোনাভাইরাস প্রতিষেধক টিকা না নিয়ে বিশেষ মেডিকেল প্যানেলের ছাড়পত্র নিয়ে জকোভিচের মেলবোর্ন পার্কে নেমে পড়া ক্রমশ কঠিন হতে চলেছে।

এর আগে অস্ট্রেলিয়া ওপেনে খেলার সুযোগ দিতে কোভিড টিকার বাধ্যবাধকতা শিথিল করে জকোভিচকে ভিসা দিয়েছিল দেশটি। 

বিমানবন্দরে আটকা জোকোভিচ

গতকাল বুধবার (৫ জানুয়ারি) অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী মধ্যরাতে মেলবোর্ন বিমানবন্দরে পা রাখেন জকোভিচ। কিন্তু তারপরেই তার ভিসা নিয়ে তৈরি হয় জটিলতা। 

সার্বিয়ার তারকার ভিসার আবেদনপত্রে ‘ভুল’ থাকায় তাকে বিমানবন্দর থেকে বেরনোর অনুমতি দেওয়া হয়নি। কয়েক ঘণ্টা বসিয়ে রেখে পরে জানানো হয়, অস্ট্রেলিয়ায় আসার ক্ষেত্রে শর্ত পূরণ না হওয়ায় তাকে ফেরত পাঠানো হবে।   

তবে এমন যে কিছু হতে চলেছে, তার ইঙ্গিত ছিল এদিনই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের বক্তব্যে। 

তিনি বলেন, নোভাক জকোভিচকে মেলবোর্নে পা রেখেই জানাতে হবে, কীসের ভিত্তিতে তাকে মেডিকেল প্যানেল ছাড় দিয়েছে। সেই বক্তব্য আমাদের কাছে সন্তোষজনক মনে হলেই একমাত্র তার অস্ট্রেলীয় ওপেনে খেলার প্রশ্ন উঠছে। না হলে, পরের ফ্লাইটেই তাকে দেশে ফেরত পাঠানো হবে। আমাদের দেশে কারও জন্য কোনও বিশেষ সুবিধা থাকতে পারে না। তা সে যে-ই হোন। 

জকেভিচকে পরবর্তী কোনও ফ্লাইটে তুলে দেওয়ার জন্য আপাতত সরকারি ব্যবস্থাপনায় একটি হোটেলে রাখা হয়েছে। 

এই তারকা ক্রীড়াবিদের ক্ষেত্রে ভিসার শর্ত শিথিল করা নিয়ে তীব্র সমালোচনার মধ্যেই নাটকীয় এই পদক্ষেপ নিল অস্ট্রেলিয়া সরকার।

করোনার টিকা নিয়েছেন কি না, তা স্পষ্ট করেননি জকোভিচ। অবশ্য গতবছর তিনি বলেছিলেন, তিনি টিকা দেওয়ার পক্ষে নন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //