‘করোনার টিকা নিতে চাপ দিলে ট্রফির তোয়াক্কাও করবো না’

টেনিস র‌্যাংকিংয়ে পুরুষদের বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ বলেছেন, করোনাভাইরাস ভ্যাকসিন নেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হলে তিনি ভবিষ্যতে কোনও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতেও দ্বিধা করবেন না।

বিবিসির সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে সার্বিয়ান এই টেনিস সুপারস্টার বলেন, তিনি ভ্যাকসিনবিরোধী আন্দোলনে জড়িত নন, কিন্তু ব্যক্তিগত পছন্দের অধিকারে বিশ্বাসী।

ভ্যাকসিন না নেওয়ার প্রশ্নে তিনি আসন্ন ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন শিরোপাও ত্যাগ করতে রাজি কিনা - এই প্রশ্নে তিনি বলেন, ‘হ্যাঁ তেমন মূল্যও যদি আমাকে দিতে হয়, আমি তাতে রাজি।’

টিকা না নেওয়ার কারণে সার্বিয়ান এই টেনিস খেলোয়াড়কে গত মাসে অস্ট্রেলিয়া থেকে বের করে দেওয়া হয়। তা নিয়ে জোকোভিচ বলেন, সবেমাত্র কোভিড সংক্রমণ থেকে ওঠার কারণে তার কাছে আপাতত ভ্যাকসিন না নেওয়ার অনুমতিপত্র ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী তার ব্যক্তিগত সিদ্ধান্তে তার ভিসা বাতিল করে দেন। মন্ত্রীর যুক্তি ছিল - তা না করলে অস্ট্রেলিয়ায় জনঅসন্তোষ তৈরি হতে পারে এবং ভ্যাকসিনবিরোধীরা উৎসাহিত হতে পারে।

জোকোভিচ বলেন, আমি কখনই ভ্যাকসিনবিরোধী ছিলাম না। বাচ্চা বয়সে ভ্যাকসিন নিয়েছি। কিন্তু আমি শরীরের ভেতর আমি কী ঢোকাবো সে ব্যাপারে ব্যক্তিগত পছন্দের স্বাধীনতার পক্ষে।

তিনি আশা করেন, আগামীতে কিছু টুর্নামেন্টে ভ্যাকসিন বাধ্যবাধকতা শিথিল হবে এবং তিনি আরও অনেক বছর খেলতে পারবেন। কিন্তু একইসঙ্গে তিনি বলেন, ভ্যাকসিন নিতে বাধ্য করা হলে তিনি বিশ্বের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতার আকাঙ্ক্ষা বিসর্জন দিতে কার্পণ্য করবেন না।

সার্বিয়ান এই টেনিস তারকা বলেন, কারণ আমার নিজের শরীরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকারের মূল্য যেকোনও শিরোপার চেয়ে আমার কাছে অনেক বেশি,...নিজের শরীরের স্বাভাবিক প্রক্রিয়ার সাথে খাপ খাইয়ে চলার যথাসম্ভব চেষ্টা আমি করি। আমি সবসময় সুস্বাস্থ্য, সুস্থতা, পুষ্টি- ইত্যাদি বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিয়েছি।

তিনি বলেন, খাদ্য ও ঘুমের প্যাটার্ন পরিবর্তন করে অ্যাথলেট হিসাবে তিনি যে উপকার পেয়েছেন সেটি ভ্যাকসিন না নেওয়ার সিদ্ধান্তে তাকে অনেকটাই প্রভাবিত করেছে।

তবে ৩৪ বছরের জোকোভিচ ভবিষ্যতে ভ্যাকসিন নেওয়ার সম্ভাবনা তিনি নাকচ করছেন না। তিনি বলেন, কারণ আমরা সবাই একসঙ্গে মিলে কোভিড নিয়ন্ত্রণে একটি সর্বোত্তম পন্থা খোঁজার চেষ্টা করছি। -বিবিসি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //