টেনিসকে বিদায় বললেন ফেদেরার

টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সুইস তারকা রজার ফেদেরার। আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিতব্য লেভার কাপই হবে তার শেষ এটিপি টেনিস ইভেন্ট।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সোস্যাল মিডিয়ায় দেয়া এক স্ট্যাটাসে ৪১ বছর বয়সী ফেদেরার জানান, আমি আগামীতে আরও টেনিস খেলবো। তবে, গ্র্যান্ড স্লাম বা সফরে আর খেলছি না। আমি জানি এটি খুব কঠিন সিদ্ধান্ত। তবে, উদযাপন করার মতো আরও অনেক কিছু আছে।

এককভাবে ২০টি গ্র্যান্ড স্লাম জিতে ক্যারিয়ার শেষ করেছেন ফেদেরার। যা রাফায়েল নাদাল (২২) এবং নোভাক জোকোভিচের (২১) পর তৃতীয় সর্বোচ্চ। আটটি শিরোপা নিয়ে উইম্বলডনে পুরুষ টেনিসের ইতিহাসে সবচেয়ে সফল ফেদেরার।

গত বছরের উইম্বলডনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর ১৮ মাসের ব্যবধানে তৃতীয়বার হাঁটুর অস্ত্রোপচার হয় ফেদেরারের। এর পর থেকে টুর্নামেন্টে আর টেনিস খেলেননি এই সুইস তারকা।

বিদায়ের ঘোষণায় ফেদেরার তার টেনিসের ২৪ বছরকে অভিহিত করেছেন ‘একটি অবিশ্বাস্য দুঃসাহসিক অভিযান’ হিসেবে। বলেছেন, মাঝে মাঝে মনে হয় সবকিছু যেন ২৪ ঘণ্টার মধ্যে চলে গেছে। আমি ভাগ্যবান যে, আমি কিছু মহাকাব্যিক ম্যাচ খেলেছি। যা আমি কখনোই ভুলবো না।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //