আবেগে ভাসছেন সানিয়া

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ভারতের নাম গোটা বিশ্বের কাছে উজ্জ্বলভাবে স্বমহিমায় একাধিকবার তুলে ধরেছেন তিনি। সানিয়া মির্জার গ্র্যান্ড স্ল্যাম ক্যারিয়ার শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে। আর অস্ট্রেলিয়ান ওপেনই হবে ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম। অবসরে যাওয়ার আগে এমনই ঘোষণা দিলেন তিনি।

সম্প্রতি শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলার আগে টুইটারে টেনিস যাত্রার স্মৃতিচারণ করে আবেগঘন স্ট্যাটাস দিলেন এই তারকা।

স্ট্যাটাসে সানিয়া জানিয়েছেন, ৬ বছর বয়স থেকে তার লড়াই শুরু হয়েছিল। কঠিন পরিস্থিতিতে তার পরিবার সবসময় পাশে থেকেছে। তাকে স্বপ্ন দেখার সাহস দিয়েছেন। তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন সানিয়া। অনেক বাধা, প্রতিকূলতা পেরিয়ে গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বপ্ন পূরণ করেন তিনি।

২০০৫ সালে অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে গ্র্যান্ড স্ল্যামের যাত্রা শুরু করেছিলেন। ১৮ বছর পর সেই অস্ট্রেলিয়ান ওপেনেই শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে নামবেন সানিয়া। আর তাকে শেষ টেনিস খেলতে দেখা যাবে ফেব্রুয়ারি মাসে দুবাইয়ে। 

টুইটারে সানিয়া লেখেন, যখন আমি আমার ক্যারিয়ারের দিকে ফিরে তাকাই, অনুভব করি যে আমি শুধু গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে হাফ সেঞ্চুরিই করিনি, এর মধ্যে কয়েকটি জিততেও সক্ষম হয়েছি। দেশের হয়ে পদক জেতা আমার জন্য সবচেয়ে বড় সম্মান। মঞ্চে দাঁড়িয়ে তেরঙ্গাকে সারা বিশ্বে সম্মানিত হতে দেখা আমার জন্য সম্মানের।

সানিয়া আরো লেখেন, যখন আমি ১৮ বছর পর আমার শেষ অস্ট্রেলিয়ান ওপেন এবং তারপর ফেব্রুয়ারিতে দুবাই ওপেনের জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন আমার হৃদয় আবেগে পূর্ণ। আমি গর্ববোধ করছি। আমি যা কিছু অর্জন করেছি এবং আমার ২০ বছরের পেশাগত জীবনে যে স্মৃতিগুলো তৈরি করেছি তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হলো আমি যখনই জিতেছি তখনই আমার দেশবাসীর হৃদয়ে আনন্দ দেখেছি। 

এখন ম্যাচের প্রস্তুতি চলছে। আর এ সময় তার ক্যারিয়ারের স্মৃতি রোমন্থন করে আবেগে ভাসছেন সানিয়া। তবে, সানিয়া মনে করছেন, এখানেই শেষ নয়। তার কথায় জীবনে চলতে হবে। নতুন ও অন্য স্মৃতি তৈরির সময় এসেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //