টিটির নতুন তারকা রামহিমের গল্প

বাংলাদেশের টেবিল টেনিসে (টিটি) আলোকিত নাম রামহিম লিয়ান বম। সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে ট্রেবল জিতে নতুন ইতিহাসে নিজেকে নিয়ে গেছেন। মাত্র ১৮ বছর বয়সেই পরিণত হয়েছে ভরসার নামে। বড় কিছু না হলেও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন। ছাপিয়ে গেছেন সিনিয়র, জুনিয়র খেলোয়াড়দের। 

ছোটবেলায় রামহিমের স্বপ্ন ছিল পাইলট হবেন। এই স্বপ্নটা পূরণ না হলেও আরেকটা স্বপ্ন নতুন জীবন দিয়েছে রামহিমকে। মূলত ছোট থাকতেই টেলিভিশনের পর্দায় টেবিল টেনিসের প্রেমে পড়ে যাওয়া থেকে শুরু। আর এখন তো অনেকটাই মন-প্রাণ সঁপে দেওয়ার মতো। উপভোগ করছেন আর খেলে চলেছেন একটার পর একটা টুর্নামেন্ট। বিভাগীয় শহর চট্টগ্রামে অনুষ্ঠিত জাতীয় টেবিল টেনিসে ইতিহাস গড়ে বান্দরবানের এই খেলোয়াড়ের চোখ এখন অনেক ওপরে। দেশের প্রথম খেলোয়াড় হিসেবে বালক একক ও পুরুষ এককে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন তিনি। 

রামহিম বলেন, ‘ছোটবেলায় যখন দেখতাম আকাশে বিমান উড়ে যাচ্ছে তখনই ইচ্ছে ছিল পাইলট হওয়ার। কিন্তু সেই স্বপ্ন তো পূরণ হয়নি, উল্টো মোড় নিয়ে এখন অন্যদিকে ঘুরে গেছে। আমি যেহেতু এখন মানবিক বিভাগে পড়ি, তাই পাইলট হওয়ার আর কোনো সুযোগ আমার নেই।’

২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত সাউথ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের স্বর্ণজয়ী দলের সদস্য ছিলেন রামহিম। বার্মিংহামে কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে ওঠার পেছনেও রামহিমের অবদান ছিল অনেক। ২০২০ সালে বাংলাদেশ গেমসে পুরুষ দলগত ইভেন্টে স্বর্ণ এবং ফেডারেশন কাপ টিম ইভেন্টেও সোনালি হাসি হেসেছিলেন তিনি।

২০১৩ সালে রামহিম নাম লেখান টেবিল টেনিসে। ২০১৬ সালে টেবিল টেনিস ফেডারেশন থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনে ৪৫ দিনের জন্য একজন কোরীয় কোচ পাঠানো হয়েছিল। তারপর থেকেই এই খেলাটির প্রতি তার ভালো লাগা শুরু হয়। দেশের মাটিতে একের পর এক সাফল্য পাওয়ার পর এখন আগামী সাউথ এশিয়ান (এসএ) গেমসে দেশকে পদক এনে দেওয়ার স্বপ্ন দেখছেন, ‘যেভাবে দেশে ও বিদেশে সাফল্য পাচ্ছি সেই ধারাবাহিকতা ধরে রেখে যদি আমরা উন্নত প্রশিক্ষণ পাই এবং দেশের মাটিতে অনেক টুর্নামেন্ট খেলতে পারি, তাহলে অবশ্যই এসএ গেমসে পদক জিততে পারব।’ 

নিয়ম করে জুনিয়র পর্যায়ের শীর্ষ আটে থাকা খেলোয়াড়দের সাধারণত সিনিয়র চ্যাম্পিয়নশিপে সুযোগ দেওয়া হয়। আর সেখানে এমনটা কখনোই দেখা যায়নি, একই বছরে জুনিয়র চ্যাম্পিয়নশিপে খেলে আবার সিনিয়রেও চ্যাম্পিয়ন হয়ে গেছে কেউ। এবারের জাতীয় টেবিল টেনিসে তেমন কীর্তিই গড়েছেন রামহিম। লিগে পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরীকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন।

সাবেক জাতীয় চ্যাম্পিয়ন ও ফেডারেশনের কর্মকর্তা সাইদুল হক সাদি রামহিমকে নিয়ে দারুণ আশাবাদী, ‘আমি চট্টগ্রামে থাকার সময়ই ওর খেলা দেখেছি। রামহিমের মতো দম, শটের শক্তি এই মুহূর্তে আর কারও খেলায় নেই। তবে যত্ন নিলে ওর টেকনিকে আরও উন্নতির সুযোগ রয়েছে। ভালো কোচিংয়ের মাধ্যমে নিয়মিত অনুশীলন করা হলে ওকে নিয়ে অনেক দূর যাওয়ার সুযোগ আছে। সেটা হতে পারে আগামী এসএ গেমসে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //