হিলি বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে ৬ দিন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয়দিন বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনসহ বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ বলেন, আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ কারণে ৩০ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু করে ৪ আগস্ট মঙ্গলবার পর্যন্ত টানা ছয়দিন এ বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়েছে। 

তিনি বলেন, বন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনসহ বন্দর ব্যবহারী সংগঠনগুলো যৌথভাবে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়টি ভারতের ব্যবসায়ী সংগঠনগুলোকে চিঠি দিয়ে জানানো হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আগামী ৫ আগস্ট বুধবার বন্দর দিয়ে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

বন্দরের কাস্টমস কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, শুধুমাত্র ঈদের সরকারি ছুটি পর্যন্ত কাস্টমস কার্যালয় বন্ধ থাকবে। এরপর থেকে অফিসিয়াল কাজ-কর্ম শুরু হবে। এ সময় ব্যবসায়ীরা চাইলে রাজস্ব পরিশোধ করে তাদের পণ্য খালাস করে নিতে পারবেন।

তিনি আরো বলেন, আমাদের অতিরিক্ত ছুটি গ্রহণের কোনো সুযোগ নেই। -ইউএনবি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //