রেকর্ড ভেঙে রেকর্ড গড়েছে ডলার

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ার খেলায় মেতেছে ডলার। গতকাল সর্বোচ্চ দাম ১১৯ টাকায় ডলার বিক্রি হলেও বৃহস্পতিবার খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে রেকর্ড ১২০ টাকায়।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল থেকেই রাজধানীর মানি এক্সচেঞ্জ হাউজগুলোতে ভিড় করছেন ডলার প্রত্যাশীরা। তবে সে অনুপাতে নেই ডলার বিক্রি।

মানি এক্সচেঞ্জ হাউজের কর্মীরা জানান, চাহিদার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় ডলারের দাম বাড়ছে। তারা আরও জানান, প্রবাসীদের কাছ থেকে ডলার কিনতে বাড়তি খরচ করতে হচ্ছে বলেই বিক্রি হচ্ছে বেশি দামে। ব্যাংক থেকে কিনতে প্রতি ডলারের জন্য পরিশোধ করতে হচ্ছে ১০৪ টাকা পর্যন্ত।

এর আগে গত মঙ্গলবার (৯ আগস্ট) কার্ব মাকের্টে প্রতি ডলারের দাম ছিল সর্বোচ্চ ১১৫ টাকা। এর আগে এটিই রেকর্ড ছিল। এর পর বুধবার (১০ আগস্ট) খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হয়েছে রেকর্ড ১১৯ টাকায়।

ব্যবসায়ীরা জানান, চাহিদার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ না থাকায় প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার বাড়ছে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী পণ্যদ্রব্যের দাম বেড়ে গেছে। ফলে বৃদ্ধি পেয়েছে আমদানি ও পরিবহন ব্যয়। এতে দেশে ডলারের সঙ্কট সৃষ্টি হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //