বাড়লো চিনির দাম, কমলো পাম অয়েলের

মূল্যস্ফীতির জেরে এবার চিনির দাম কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। অন্যদিকে পাম অয়েল সুপার প্রতি লিটারে ৮ টাকা কমানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভা শেষে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

জানা যায়,  চিনির দাম প্রতি কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা, আর প্যাকেটজাত চিনি ৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে পাম অয়েল সুপারের দাম প্রতি লিটারে যেখানে ছিল ১৩৩ টাকা, তা এখন ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে বেশি দামের যে তেল বাজারে আছে সেটা আগের দামেই বিক্রি হবে। কিন্তু এখন যে তেল বাজারে যাবে সেটা লিটারে ১৪ টাকা কমে বিক্রি হবে। এছাড়া আজ বিকেলের মধ্যে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রকাশ করবে অ্যাসোসিয়েশন।

চিনি ও পাম অয়েলের নতুন দামের কথা উল্লেখ করে বাণিজ্য সচিব বলেন, আমরা আগে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ডলারে দাম ধরতাম না। বর্তমানে ১০৫ টাকা দরে ডলার ধরলে চিনির দাম বেশি হয়। সেজন্য কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //