দেশের বাজারে আলুর মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে আলু আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোলের স্টেশন মাস্টার সাইদুজ্জামান।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে মালবাহী ট্রেনে করে ভারতের সুজাপুর কালিয়াচক মালদা থেকে বেনাপোল রেলস্টেশনে পৌঁছেছে।
রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের মেসার্স টাটা ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেছেন।
আগামীকাল শনিবার (১৪ ডিসেম্বর) আমদানিকারকের পক্ষে আলুর চালানটি খালাস নিবেন বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট আলম এন্ড সন্স।
সিএন্ডএফ এজেন্ট আলম এন্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি বলেন, ভারত থেকে ট্রেনের একটি রেক-এ ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে। আলুর চালানটি খালাসের জন্য আগামীকাল শনিবার বেনাপোল কাস্টমস হাউসে প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করা হবে। কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর বেনাপোল বন্দর অথবা নওয়াপাড়ায় আলুগুলো আনলোড করা হবে। পরে নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।
বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামক এক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেন। ভারতের মালদার আতিপ এক্সপোর্ট নামক রপ্তানি কারক প্রতিষ্ঠান আলুর চালানটি রপ্তানি করেছেন। একটি ট্রেনের রেক-এ ৯৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ৪৬৮০০০ কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ১ লক্ষ ৭ হাজার ৬৪০ মার্কিন ডলার।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আলুর মূল্য বেনাপোল বন্দর আলু আমদানি ভারত
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh