দেশে ১১ বছর পর আবার জনশুমারি শুরু হয়েছে। শুমারি কাজে ৪৫ ধরনের তথ্য লিপিবদ্ধ করা হবে। বুধবার (১৫ জুন) শুরু হওয়া এই কার্যক্রম চলবে ২১ জুন পর্যন্ত। এ সময়ে কেউ শুমারি থেকে বাদ পড়লে পরে নাম অন্তর্ভুক্তের সুযোগ আছে।
বিষয় : জনশুমারি আদমশুমারি দেশকাল লাইভ
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh