কলকাতায় জমে উঠছে বাংলাদেশের বইমেলা

এমন একটি বিদেশি রাষ্ট্রের বইমেলা কলকাতার কলেজ স্কয়ারে অনুষ্ঠিত হয়ে গেল যেখানে ঢুকতেই শোনা গেল বাংলা গান, ‘সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি…!’ এই বইমেলার সব বই বাংলা ভাষায় লেখা। অতিথি বই-বিক্রেতারা কথা বলছেন বাংলা ভাষায়। হায় স্বদেশ! এ কোন বিদেশ!

বাংলাদেশের ১০ম বইমেলা এবার বসেছে কলেজ স্কয়ারে। দিঘির দুইপারে মোট ৬৮ টি স্টল। রাস্তার ওদিকেই কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ আর এদিকে কফি হাউজ, বই পাড়া। বাংলা সাহিত্যের পীঠস্থান। এতদিন বাংলাদেশের বইমেলা বসত মোহরকুঞ্জে। এবারই প্রথম কলেজ স্কয়ারে। দেখা গেল ক্রেতা বিক্রেতা দু পক্ষই খুশি। স্বাভাবিক। বই পাড়াতেই বইমেলা হওয়া উচিত। বইমেলা নিশ্চয়ই বড়বাজারে হবে না!


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //