প-হে-লা বৈ-শা-খ

প- পণ থাকিতে হইবে সেইরাম। পশ্চিম নহে, পূর্ব দিগন্তে সূর্য থাকিতে থাকিতেই গলায় গামছার সহিত ডিএসএলআর ঝুলাইয়া চক্ষু কচলাইতে কচলাইতে রাজপথে নামার আয়োজনকে বলে পহেলা বৈশাখ। 

হে- হেলিয়া দুলিয়া হে হে করিতে করিতে খিদা লাগিলে পরোটা-ভাজি-মামলেট না খাইয়া মাটির সানকিতে পান্তা ইলিশ দিয়া ব্রেকফাস্ট করিবার ঘটনাকেই পহেলা বৈশাখ বলে। 

লা- লাইলি লইয়া লুলাইতে লুলাইতে ঠাডা রোদে কিংবা ফাডা রোডে ঘেডি বাঁকা সেলফি তুলিয়া ফেসবুকে পোস্টানোই হইল পহেলা বৈশাখ।  

বৈ- বৈকালে নতুন ড্রেস আর পুরনো ইয়ে’কে লইয়া রিকশায় ঘণ্টা চুক্তিতে চক্কর মারিবার বিধানকে বলে পহেলা বৈশাখ।    

শা- শালা-শালীর বিশাল প্যাকেজ লইয়া বৈশাখী মেলায় সবাইকে কিছু-মিছু কিনিয়া দিয়া খাওয়া-দাওয়া না করাইলে কি উক্ত দিবসকে পহেলা বৈশাখ বলা যায়?  

খ- খসাখসি শেষে, শূন্য মানিব্যাগ লইয়া পাওয়া না পাওয়ার খেরো খাতা খুঁড়িতে খুঁড়িতে বাড়ি ফিরিলে পর্দা নামে পহেলা বৈশাখের।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //