জন্মলগ্নের ঘোষণাকে ঊর্ধ্বে তুলে ধরে পত্রিকাটি অগ্রসর হোক

নিয়মিত কলাম লেখার সুবাদে ‘সাম্প্রতিক দেশকাল’ পরিবারের সদস্য আমি। তাই এইপত্রিকার জন্মদিনে মনটা আবেগে আপ্লুত। ‘চিন্তা ও তৎপরতার সহযোগী’- এটা হচ্ছে পত্রিকাটির জন্মলগ্নের ঘোষণা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এই ঘোষণার প্রতি আস্থাশীল থেকে পত্রিকাটি জন্মের নয় বছর পাড়ি দিল।

চিন্তা ও তৎপরতা মানেই বহু মত, বহু পথ। আর চলমান চিন্তা ও তৎপরতার ঐক্য ও সংঘাতের ভেতর দিয়েই বিকশিত হয় আগামী দিনের চিন্তা-মত-পথ। এগিয়ে যায় রাষ্ট্র ও সমাজ। জন্মলগ্নের ঘোষণাকে ঊর্ধ্বে তুলে ধরে পত্রিকাটি অগ্রসর হোক, শ্রীবৃদ্ধি ও প্রচার বৃদ্ধি পাক, এটাই জন্মদিনের একান্ত কামনা। সাম্প্রতিক দেশকালের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, সংবাদকর্মী ও পাঠকদের আজকের শুভদিনে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।


শেখর দত্ত
কলাম লেখক ও রাজনীতিক

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //