'সমাজ বিনির্মাণের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে সাম্প্রতিক দেশকাল'

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার রাজধানীর উত্তরায় রেডিয়েন্ট সেন্টার ফর প্রফেশনালস্ (আরসিপি) ভবনে আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনে উদযাপিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী। এ সময়  সাম্প্রতিক দেশকালের প্রয়াত উপদেষ্টা ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসার স্মরণে তথ্যচিত্র উপস্থাপনা ও মোনাজাত করা হয়।

সাম্প্রতিক দেশকালের সহকারী সম্পাদক নাসরিন আখতারের সঞ্চালনায় ও সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী, দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম, বিজ্ঞান বক্তা আসিফ, লেখক রাজনৈতিক বিশ্লেষক গৌতম দাস, গবেষক ও অনুবাদক মুহাম্মদ তানিম নওশাদ, সাংবাদিক হামিম কবির এবং গবেষক জাকারিয়া পলাশ।

সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ বলেন, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আমরা ভিন্ন চিন্তা তুলে ধরতে কাজ করছি। প্রচার সংখ্যায় সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছে। পাঠকই আমাদের শক্তি। আমরা মানুষের কথা বলছি। ভবিষ্যতেও বাধা বিপত্তি ডিঙ্গিয়ে জনমানুষের অধিকারের কথা তুলে ধরবো। সমৃদ্ধ ও অগ্রসরমান দেশ গঠনে ইতিবাচক ভূমিকা পালনই সাম্প্রতিক দেশকাল প্রকাশনার অন্যতম লক্ষ্য। আমরা সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ও মানবাধিকার সংরক্ষণের সংগ্রামে সহযোগী হতে দৃঢ় প্রতিজ্ঞ, দুর্নীতি ও অন্যায় প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ।

মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণের প্ল্যাটফর্ম হিসেবে সাম্প্রতিক দেশকাল কাজ করবে। এটি করতে যা যা করা দরকার সব করা হবে। 



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //