ইতিহাসে ২১ সেপ্টেম্বর: জানুন কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ২১ সেপ্টেম্বরে কোথায় কী ঘটেছিল। 

ঘটনা

১৯৬৪ সালের এই দিনে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় মাল্টা।

১৯৬৫ সালের এই দিনে গাম্বিয়া, মালদ্বীপ ও সিঙ্গাপুর জাতিসংঘে যোগদান করে। 

১৯৭১ সালের এই দিনে ভূটান, বাহরাইন ও কাতার জাতিসংঘে যোগদান করে। 

১৯৮১ সালের এই দিনে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পায় বেলিজ। 

১৯৮৪ সালের এই দিনে ব্রুনাই জাতিসংঘে যোগদান করে। 

১৯৯১ সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায় আর্মেনিয়া। 

২০১৩ সালের এই দিনে আল-শাবাব জঙ্গিরা নাইরোবির ওয়েসগেট শপিং মলে হামলা করে। এতে ৬২ জন সাধারণ মানুষ নিহত হয় এবং ১৭০ জনেরও বেশি আহত হয়।

জন্ম

১৮৬৬ সালের এই দিনে ইংরেজ ঔপন্যাসিক এইচ জি ওয়েল্‌স জন্মগ্রহণ করেন। 

১৯০১ সালের এই দিনে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার, আইনজীবী ও রাজনীতিবিদ লিয়ারি কনস্ট্যান্টাইনের জন্ম হয়। 

১৯৪৭ সালের এই দিনে মার্কিন লেখক স্টিফেন কিং জন্মগ্রহণ করেন। 

১৯৫৪ সালের এই দিনে জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে জন্মগ্রহণ করেন।  

মৃত্যু

১৮৩২ সালের এই দিনে স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি ওয়াল্টার স্কট মৃত্যুবরণ করেন।

১৯৪৪ সালের এই দিনে বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী গোপাল সেন মারা যান। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //