ইতিহাসে ৯ সেপ্টেম্বর: জানুন কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে  ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ৯ সেপ্টেম্বরে কোথায় কী ঘটেছিল। 

ঘটনা: 

১৯৬৯  সালের এই দিনে  কানাডাতে অফিসিয়াল ল্যাংগুয়েজ অ্যাক্ট বাস্তবায়িত হয়। এর মাধ্যমে ফরাসি ভাষা ইংরেজির সমান মর্যাদা পায়। 

 ১৯৭০ সালের এই দিনে একটি ব্রিটিশ বিমান পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন দ্বারা হাইজ্যাক করা হয়। বিমানটি জর্ডানের ডাওজন ফিল্ডে নেওয়া হয়। 

তাজিকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ১৯৯১ সালের এই দিনে  স্বাধীনতা লাভ করে।

 ১৯৯৩ সালের এই দিনে প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন (পিএলও) আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়।  

জন্ম: 

বিখ্যাত রুশ লেখক লিও তলস্তয় ১৮২৮ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। 

বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী সরলা দেবী চৌধুরানী ১৮৭২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। 

১৮৮২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি ঔপন্যাসিক অনুরূপা দেবী। 

১৯০০ সালের এই দিনে ইংরেজ উপন্যাসিক জেমস হিল্টন জন্মগ্রহণ করেন। 

একুশে পদক বিজয়ী বাংলাদেশি সমাজকর্মী পলান সরকার ১৯২১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন (মৃ. ২০১৯)। 

মার্কিন প্রোগ্রামার ও কম্পিটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক ডেনিস রিচি ১৯৪১ সালের এই দিনে  জন্মগ্রহণ করেন। 

১৯৬৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার। 

১৯৮৭ সালের এই দিনে ইংলিশ অভিনেতা জোসোয়া হের্ডম্যান জন্মগ্রহণ করেন। 

১৯৮৮ সালের এই দিনে কলাম্বিয়ান মডেল ম্যানুয়েলা আরবেলায়েজ জন্মগ্রহণ করেন। 

মৃত্যু: 

১০৮৭ সালের এই দিনে মৃত্যুবরণ করেন ইংরেজ রাজবংশের প্রতিষ্ঠাতা প্রথম উইলিয়াম (ইংল্যান্ড)।

উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর অঁরি দ্য ত্যুল্যুজ্-লোত্রেক ১৯০১ সালের এই দিনে মারা যান।  

১৯৬৮ সালের এই দিনে বাঙালি লেখক অশোক বড়ুয়ার মৃত্যু হয়। 

চীনের কমিউনিস্ট পার্টির নেতা মাও সে তুং ১৯৭৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।  


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //