ইতিহাসে ১০ সেপ্টেম্বর: জানুন কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ১০ সেপ্টেম্বরে কোথায় কী ঘটেছিল। 

ঘটনাবলি:

১৮২৩ সালের এই দিনে দক্ষিণ আমেরিকার একাধিক দেশের স্বাধীনতার অগ্রনায়ক সিমন বলিভার পেরুর প্রেসিডেন্ট হন। 

১৮৯৮ সালের এই দিনে অস্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথকে হত্যা করা হয়। 

১৯১৯ সালের  এই দিনে প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তিদের সঙ্গে অস্ট্রিয়ার সাঁ-জেরমাঁ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৩৯ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কানাডা, যোগ দেয় যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের জোটে। 

১৯৬৭ সালের  এই দিনে জিব্রাল্টারের জনগণ স্পেনের অংশ হওয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের অধীনেই থাকার পক্ষে ভোট দেয়।

১৯৭৪ সালের এই দিনে পর্তুগালের কাছ থেকে আফ্রিকার দেশ গিনি-বিসাউ স্বাধীনতা লাভ করে। 

১৯৯১ সালের এই দিনে যুগোশ্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা ঘোষণা করে ম্যাসিডোনিয়া। 

১৯৯৩ সালের  এই দিনে দীর্ঘ ৪৫ বছরের বৈরিতার অবসান ঘটিয়ে ইসরাইল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) পরস্পরকে স্বীকৃতি দেয়।

২০০৮ সালের এই দিনে বিজ্ঞানের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে বিবেচিত লার্জ হ্যাড্রন কলাইডার চালু করা হয়। 

জন্ম:

১৭৭১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন আফ্রিকা আবিষ্কারক স্কটিশ অভিযাত্রী মুঙ্গ পার্ক।

১৮৭২ সালের  এই দিনে কিংবদন্তি ক্রিকেটার ও ভারতীয় রাজা কুমার শ্রী রঞ্জিতসিং জন্মগ্রহণ করেন।  

১৮৩৯ সালের এই দিনে মার্কিন পদার্থবিজ্ঞানী ও দার্শনিক চার্লস স্যান্ডার্স পেয়ার্সের জন্ম হয়।

১৯৮৬ সালের এই দিনে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ইয়ন মরগান।

মৃত্যু:

১৭৯৭ সালের এই দিনে ইংরেজ নারীবাদী লেখিকা মেরি ওলস্টোনক্রাফট মৃত্যুবরণ করেন।

১৮০৬ সালের এই দিনে জার্মান ভাষাবিজ্ঞানী ইয়োহান ক্রিস্টফ আডেলুং'র মৃত্যু হয়।

১৯১৫ সালের এই দিনে একজন বাঙালি বিপ্লবী বাঘা যতীন মারা যান।

১৯২৩ সালের  এই দিনে মৃত্যুবরণ করেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ শিশুসাহিত্যিক সুকুমার রায়। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //