ইতিহাসে ৩ অক্টোবর: জানুন কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ৩ অক্টোবর কোথায় কী ঘটেছিল।

ঘটনা:

১৭৯১ সালের এই দিনে ভারতীয় উপমহাদেশের প্রথম মাসিক পত্রিকা ‘ক্যালকাটা ম্যাগাজিন অ্যান্ড ওরিয়েন্টাল মিউজিয়াম’ প্রকাশিত হতে শুরু করে। 

১৮৬৬ সালের এই দিনে ভিয়েনায় অস্ট্রিয়া এবং ইতালির মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়। 

১৯০০ সালের এই দিনে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আয়াতুল্লাহ হাজ্ব মির্যা হাসান শাহরেস্তানী চিরনিদ্রায় শায়িত হন।

১৯৩২ সালের এই দিনে ইরাক ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। 

১৯৪৫ সালের এই দিনে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। 

১৯৫৮ সালের এই দিনে ইংল্যান্ড প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।

১৯৭৮ সালের এই দিনে বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম। 

১৯৮০ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়। 

১৯৮৮ সালের এই দিনে সিউল অলিম্পিক শুরু হয়।  

১৯৯০ সালের এই দিনে অক্টোবরে দুই জার্মানী অর্থাৎ পূর্ব জার্মানী এবং পশ্চিম জার্মানী আনুষ্ঠানিকভাবে একত্রিত হবার ঘোষণা দেয়। 

জন্ম:

১৮৯৫ সালের এই দিনে রুশ কবি সের্গেই ইয়েসেনিন জন্মগ্রহণ করেন।

১৮৯৭ সালের এই দিনে ফরাসি কবি লুই আরাগঁ জন্মগ্রহণ করেন।

১৮৯৯ সালের এই দিনে ডেনীয় ভাষাবিজ্ঞানী লুই ইয়েল্ম্‌স্লেভের জন্ম হয়।

১৯০৪ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৮৭] মার্কিন রসায়নবিদ চার্লস জন পেডারসেন জন্মগ্রহণ করেন।   

মৃত্যু:

১৫৯১ সালের এই দিনে ইতালির চিত্রশিল্পী ভিনচেনৎসো ক্যাম্পি মৃত্যুবরণ করেন।

১৯২৩ সালের এই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয় মহিলা কাদম্বিনী গঙ্গোপাধ্যায় মারা যান।

১৯৯৩ সালের এই দিনে সাহিত্যিক গোপাল হালদার মৃত্যুবরণ করেন।

২০০১ সালের এই দিনে সংগীতসাধক বারীণ মজুমদার মারা যান। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //