ইতিহাসে ২৭ নভেম্বর: কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেওয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। জানুন ইতিহাসে ২৭ নভেম্বর কোথায় কী ঘটেছিল।   

ঘটনা

১০০১ সালের এই দিনে পেশাওয়ারের যুদ্ধ সংঘটিত হয়। 

১৯১৯ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধশেষে মিত্র ও সহযোগী শক্তির সাথে বুলগেরিয়ার নোই চুক্তি (Traité de Neuilly) স্বাক্ষরিত হয়।

জন্ম

১৮৭৮ সালের এই দিনে বাংলা ভাষার কবি যতীন্দ্রমোহন বাগচী জন্মগ্রহণ করেন।

১৮৯২ সালের এই দিনে বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক ও লেখক আজিজুল হক জন্মগ্রহণ করেন।

১৯০০ সালের এই দিনে ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ আবদুর রশীদ তর্কবাগীশ জন্মগ্রহণ করেন।

১৯২৫ সালের এই দিনে বাংলাদেশি ভাষাবিজ্ঞানী এবং শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী জন্মগ্রহণ করেন। 

১৯৪০ সালের এই দিনে চীনা মার্শাল আর্ট শিল্পী, শিক্ষক ও অভিনেতা ব্রুস লী জন্মগ্রহণ করেন।

১৯২৫ সালের এই দিনে ভাষা শহীদ আবদুস সালাম জন্মগ্রহণ করেন।

১৯৫২ সালের এই দিনে ভারতীয় উপমহাদেশের সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ী জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৮৫২ সালের এই দিনে কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক অগাস্টা অ্যাডা মৃত্যুবরণ করেন।

১৯৮৪ সালের এই দিনে বাঙালি অভিনেতা ও গায়ক অসিতবরণ মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

২০১৪ সালের এই দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজ মৃত্যুবরণ করেন।

১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ (বীর প্রতীক)মৃত্যুবরণ করেন।

১৯৯০ সালের এই দিনে বাংলাদেশের প্রতিবাদী ব্যক্তিত্ব শহীদ ডা. মিলন মৃত্যুবরণ করেন। 

দিবস

আজ বাংলাদেশে শহীদ ডা. মিলন দিবস। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //