ইতিহাসে ১০ ডিসেম্বর: কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৯৮৩ সালের এই দিনে রাউল আনফোন্সিনের ক্ষমতা গ্রহণের মাধ্যমে আর্জেন্টিনায় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা লাভ করে।

১৮৮৪ সালের এই দিনে মার্ক টোয়েনের বর্ণবাদবিরোধী উপন্যাস ‘এ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন’ প্রথম প্রকাশিত হয়।

১৯০১ সালের এই দিনে আলফ্রেড নোবেলের অন্তিম ইচ্ছা অনুযায়ী নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।

১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা দেয় এবং মানুষের ব্যক্তিগত ও সামাজিক অধিকারের বিষয়টি অনুমোদন করে। এই দিন থেকেই বিশ্ব মানবাধিকার দিবস পালন করা শুরু হয়।

১৯৭১ সালের এই দিনে ভোলা, মাদারীপুর ও নড়াইল জেলা পাক হানাদার মুক্ত হয়।

২০০১ সালের এই দিনে সুইডেন ও নরওয়ের রাজধানীতে আলাদা আলাদাভাবে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জন্ম

১৮০৪ সালের এই দিনে বিখ্যাত জার্মান গণিতবিদ কার্ল গুস্তাফ ইয়াকপ ইয়াকবি জন্মগ্রহণ করেন।

১৮১৫ সালের এই দিনে কম্পিউটার প্রোগ্রামিং ধারণার প্রবর্তক অ্যাডা লাভলেস জন্মগ্রহণ করেন।

১৮৭০ সালের এই দিনে স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার জন্মগ্রহণ করেন।

১৮৮৮ সালের এই দিনে ভারত উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা প্রফুল্ল চাকী জন্মগ্রহণ করেন।

১৯২৯ সালের এই দিনে বাংলাদেশের বিখ্যাত সুরকার ও সংগীত পরিচালক সমর দাস জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১১৯৮ সালের এই দিনে আরব-আন্দালুসীয় দার্শনিক ইবনে রুশদ মৃত্যুবরণ করেন।

১৯৮৮ সালের এই দিনে মার্কিন অভিনেতা রিচার্ড এস. কাস্তেলানো মৃত্যুবরণ করেন।

২০১২ সালের এই দিনে বাংলাদেশের ১৩তম রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ মৃত্যুবরণ করেন।

দিবস

আজ সারা বিশ্বে মানবাধিকার দিবস পালিত হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //