ইতিহাসে ১১ ডিসেম্বর: কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৯০১ সালের এই দিনে মার্কোনি প্রথম বেতার সংকেত প্রেরণ করেন।

১৯৪৬ সালের এই দিনে জাতিসংঘ শিশু তহবিল সংস্থা বা ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়।

১৯৬৪ সালের এই দিনে চে গুয়েভারা জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতা দেন।

জন্ম

১৮৪৩ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীব বিজ্ঞানী রবার্ট কখ জন্মগ্রহণ করেন।

১৯১১ সালের এই দিনে নোবেল বিজয়ী মিশরীয় সাহিত্যিক নাগিব মাহফুজ জন্মগ্রহণ করেন।

১৯২৪ সালের এই দিনে কথাসাহিত্যিক সমরেশ বসু জন্মগ্রহণ করেন। তিনি কালকূট ছদ্মনামে লিখতেন। 

১৯২৮ সালের এই দিনে বাংলাদেশি চলচ্চিত্রাভিনেতা, সুরকার, গায়ক ও চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমান জন্মগ্রহণ করেন।

১৯৩৫ সালের এই দিনে ভারতের সাবেক প্রেসিডেন্ট ও কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা প্রণব মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

১৯৬৯ সালের এই দিনে ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ জন্মগ্রহণ করেন।

১৯৮১ সালের এই দিনে আর্জেন্টাইন ফুটবলার হাভিয়ের সাভিয়োলা জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯৭১ সালের এই দিনে বাংলাদেশি সাংবাদিক আ. ন. ম. গোলাম মোস্তফা মৃত্যুবরণ করেন।

১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রসায়নবিদ ড. প্রিয়দারঞ্জন রায় মৃত্যুবরণ করেন।

২০১২ সালের এই দিনে পণ্ডিত রবি শঙ্কর মৃত্যুবরণ করেন।

দিবস

আজ আর্জেন্টিনায় জাতীয় ট্যাঙ্গো দিবস পালিত হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //