ইতিহাসে ১২ ডিসেম্বর: কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৯১১ সালের এই দিনে বঙ্গভঙ্গ আইন রদ করা হয় এবং ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়।

১৯৬৩ সালের এই দিনে কেনিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৭১ সালের এই দিনে কক্সবাজার ও নরসিংদী জেলা পাক হানাদার মুক্ত হয়।

১৯৯০ সালের এই দিনে দুর্নীতির অভিযোগে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে সপরিবারে গ্রেপ্তার করা হয়।

২০১৩ সালের এই দিনে দেশের সর্বোচ্চ আদালতের রায়ে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি রাত ১০টা এক মিনিটে কার্যকর করা হয়।

জন্ম

১৭৩১ সালের এই দিনে ইংরেজ চিকিৎসক, দার্শনিক, চিকিৎসাবিজ্ঞানী, উদ্ভাবক ও কবি ইরাসমাস ডারউইন জন্মগ্রহণ করেন।

১৮৪৬ সালের এই দিনে বাংলা সাহিত্যের কবি ও সাহিত্য সমালোচক অক্ষয়চন্দ্র সরকার জন্মগ্রহণ করেন।

১৮৬৬ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী সুইস রসায়নবিদ ও একাডেমিক আলফ্রেড ওয়ের্নার জন্মগ্রহণ করেন।

১৮৮০ সালের এই দিনে বাংলাদেশি রাজনীতিবিদ আবদুল হামিদ খান ভাসানী জন্মগ্রহণ করেন।

১৯১৫ সালের এই দিনে আমেরিকান গায়ক ও অভিনেতা ফ্রাঙ্ক সিনাত্রার জন্মগ্রহণ করেন।

১৯২৭ সালের এই দিনে ইন্টেলের সহপ্রতিষ্ঠাতা রবার্ট নর্টন নয়েস জন্মগ্রহণ করেন।

১৯৩০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের সাংবাদিক বিল বুট্যাল জন্মগ্রহণ করেন।

১৯৩৪ সালের এই দিনে বাংলাদেশি সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী জন্মগ্রহণ করেন।

১৯৫০ সালের এই দিনে ভারতীয় অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার রজনীকান্ত জন্মগ্রহণ করেন।

১৯৮১ সালের এই দিনে ভারতের ক্রিকেটার যুবরাজ সিং জন্মগ্রহণ করেন।

১৯৮৪ সালের এই দিনে পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভীর জন্মগ্রহণ করেন।

১৯৮৬ সালের এই দিনে ইংরেজ অভিনেতা টমাস ওয়ান্সেয় জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৬৮৫ সালের এই দিনে ইংরেজ বীজগণিতবিদ, জ্যামিতিজ্ঞ ও জোতির্বিদ জন পেল মৃত্যুবরণ করেন।

১৮৮৯ সালের এই দিনে ইংরেজ কবি রবার্ট ব্রাউনিং মৃত্যুবরণ করেন।

১৯৫১ সালের এই দিনে আমেরিকান গায়ক মিলড্রেড বেইলি মৃত্যুবরণ করেন। 

১৯৫৪ সালের এই দিনে ভারতের স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী কিরণশঙ্কর রায় মৃত্যুবরণ করেন।

১৯৬৩ সালের এই দিনে জাপানি চলচ্চিত্রকার ইয়াসুজিরো ওজু মৃত্যুবরণ করেন।

১৯৭১ সালের এই দিনে সাংবাদিক নিজামুদ্দিন আহমদ শহীদ হন।

১৯৮৬ সালের এই দিনে একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি চিত্রশিল্পী রশিদ চৌধুরী মৃত্যুবরণ করেন।

দিবস

আজ কেনিয়ার জাতীয় দিবস।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //