ইতিহাসে ২১ ডিসেম্বর: কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১১৬৩ সালের এই দিনে হল্যান্ডের কয়েকটি গ্রামে হারিকেন আঘাত হানে।

১৮৪৯ সালের এই দিনে প্রথম মার্কিন স্কেটিং ক্লাব গঠিত হয়।

১৮৬২ সালের এই দিনে ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধ শুরু হয়।

১৮৬২ সালের এই দিনে সাইয়েদ আহমদ ব্রেলভী জিহাদ ঘোষণা করেন এবং এক যুদ্ধে শিখরা পরাজিত হয়।

১৮৭৯ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের পার্টি ও রাষ্ট্রের নেতা, আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের মহা-নায়ক ইউসুফ ভিসালিওনোভিচ স্টালিন রাশিয়ার জর্জিয়ার গোলি শহরের একটি জুতোর মিস্ত্রী পরিবারে জন্মগ্রহন করেন।

১৮৯৮ সালের এই দিনে বিজ্ঞানী পিয়েরে কুরি ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।

১৯৫২ সালের এই দিনে উপমহাদেশে সাইফুদ্দিন কিসলু প্রথম লেনিন শান্তি পুরস্কার পান।

১৯৬৪ সালের এই দিনে চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাই চীনের দ্বিতীয় জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশনে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীর কমিটির পক্ষ থেকে চারটি ক্ষেত্রে চীনের আধুনিকায়ন বাস্তবায়নের প্রস্তাব দাখিল করেন।

১৯৬৪ সালের এই দিনে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পি.এল.ও. গঠিত হয়।

১৯৬৯ সালের এই দিনে অ্যাপোলো-৮ উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়।

১৯৯১ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ১১টি প্রজাতন্ত্রের (৩টি বল্টিক উপকূলীয় প্রজাতন্ত্র এবং জর্জিয়া প্রজাতন্ত্র ছাড়া সোভিয়েত ইউনিয়নের বাকী ১১টি প্রজাতন্ত্রের) নেতারা কাজাখস্তানের রাজধানী আলমা’ আটা শহরে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে “আলমা’ আটা ঘোষণা” স্বাক্ষর করেন এবং তাতেই সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে ।

১৯৯৩ সালের এই দিনে রাশিয়ায় নতুন সংবিধান প্রবর্তন হয়।

জন্ম

১৮০৫ সালের এই দিনে ব্রিটিশ রসায়নবিদ টমাস গ্রাহাম জন্মগ্রহণ করেন।

১৮৫৪ সালের এই দিনে মরমী কবি হাছন রাজা জন্মগ্রহণ করেন।

১৯১৭ সালের এই দিনে নোবেলজয়ী জার্মান ঔপন্যাসিক হাইনরিখ ব্যোল জন্মগ্রহণ করেন।

১৯১৮ সালের এই দিনে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়ার্ল্ডহেইন জন্মগ্রহণ করেন।

১৯২৮ সালের এই দিনে লেখক অজয় রায় জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৮০৭ সালের এই দিনে ইংরেজ মানবতাবাদী জন নিউটন মৃত্যুবরণ করেন।

১৯১৪ সালের এই দিনে সাহিত্যিক নবীনচন্দ্র দাস মারা যান।

১৯৬০ সালের এই দিনে মার্কিন গণিতবিদ ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক এরিক টেম্পল বেল মৃত্যুবরণ করেন।

১৯৮২ সালের এই দিনে প্রাবন্ধিক, নন্দনতাত্ত্বিক আবু সয়ীদ আইয়ুব মৃত্যুবরণ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //