ইতিহাসে ২৮ ডিসেম্বর: কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৮৩৬ সালের এই দিনে দক্ষিণ অস্ট্রেলিয়া এবং অ্যাডিলেড প্রতিষ্ঠিত হয়।

১৯২১ সালের এই দিনে কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল উদ্বোধন করা হয়।

১৯০৮ সালের এই দিনে সিসিলি, ইতালিতে ৭.২ মাত্রার ভূমিকম্পনের ফলে ৭৫০০০-এর অধিক লোক নিহত হয়।

১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা।

জন্ম

১৮৫৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি উড্রো উইলসন জন্মগ্রহণ করেন।

১৮৯৪ সালের এই দিনে অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রশাসক কিথ জনসন জন্মগ্রহণ করেন।

১৯০৩ সালের এই দিনে হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ জন ভন নিউম্যান জন্মগ্রহণ করেন।

১৯২৬ সালের এই দিনে জার্মান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার ডোনাল্ড কার জন্মগ্রহণ করেন। 

১৯৩৭ সালের এই দিনে ভারতের শিল্পপতি রতন টাটা জন্মগ্রহণ করেন। 

১৯৩৯ সালের এই দিনে লেখক রিজিয়া রহমান জন্মগ্রহণ করেন।

১৯৪৪ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীবন-রসায়নবিজ্ঞানী ক্যারি মুলিস জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯৩২ সালের এই দিনে বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার জ্যাক ব্ল্যাকহাম মৃত্যুবরণ করেন।

১৯৮৭ সালের এই দিনে বাংলাদেশি পপ রক গায়ক হ্যাপী আখন্দ মৃত্যুবরণ করেন। 

১৯৯৩ সালের এই দিনে বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকার আব্দুল জব্বার খান মৃত্যুবরণ করেন।

২০০৪ সালের এই দিনে খ্যাতিমান মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক সুসান সনট্যাগ মৃত্যুবরণ করেন।

২০১১ সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক রাজিয়া খান মৃত্যুবরণ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //