ইতিহাসে ৩১ ডিসেম্বর: কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।  

ঘটনা

১৯৫৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের মন্টেগোমারি শহরে নারী রোসা পার্ক বাসে আসন বরাদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করে কারাগারে নিক্ষিপ্ত হন, যার প্রেক্ষিতে কৃষ্ণাঙ্গ নাগরিকরা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে মার্টিন লুথার কিং জুনিয়রের নেতৃত্ব আন্দোলনের সূচনা করেন ও জয়ী হন।

১৯৫৯ সালের এই দিনে একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশূণ্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিলো।

১৬০০ সালের এই দিনে ইংল্যান্ডের রাণী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্যের চার্টার প্রদান করেন।

১৯৯০ সালের এই দিনে ইংলিশ চ্যানেলের ১৩২ ফুট নিচে খনন কর্মীরা পাথর কেটে একটি গাড়ি চলাচলের মতো সুড়ঙ্গ তৈরি করে বৃটেন ও ফ্রান্সের মধ্যে প্রাথমিকভাবে সংযোগ স্থাপনে সক্ষম হন।

২০০২ সালের এই দিনে জার্মানীতে প্রথম দ্রুতগামী ম্যাগনেটিক ট্রেনের যাত্রা।

জন্ম

১৪৯১ সালের এই দিনে ফরাসি অভিযাত্রিক, কানাডার অন্যতম আবিষ্কারক জাক কার্তিয়ে জন্মগ্রহণ করেন।

১৭৩৮ সালের এই দিনে ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশ জন্মগ্রহণ করেন।

১৮৮০ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রাজনীতিবিদ জর্জ মার্শাল জন্মগ্রহণ করেন।

১৮৮৮ সালের এই দিনে বৌদ্ধধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক বেণীমাধব বড়ুয়া জন্মগ্রহণ করেন।

১৯১১ সালের এই দিনে বাংলাদেশি চিকিৎসাবিজ্ঞানী ও মানবহিতৈষী ড. মোহম্মদ ইব্রাহিম জন্মগ্রহণ করেন।

১৯১৮ সালের এই দিনে বাংলাদেশি শিক্ষাবিদ ও গবেষক আজিজুর রহমান মল্লিক জন্মগ্রহণ করেন।

১৯৩৭ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত ইসরায়েলি প্রাণরসায়নবিজ্ঞানী আব্রাহাম হেরশক্ জন্মগ্রহণ করেন।

১৯৪৫ সালের এই দিনে তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী লেনার্ড এডলম্যান জন্মগ্রহণ করেন।

১৯৪৮ সালের এই দিনে বাংলাদেশি কবি, লেখক এবং বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জন্মগ্রহণ করেন।

১৯৫২ সালের এই দিনে বাংলাদেশি কবি ত্রিদিব দস্তিদার জন্মগ্রহণ করেন।

১৯৮৬ সালের এই দিনে বাংলাদেশি ক্রিকেটার নাঈম ইসলাম জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯১৬ সালের এই দিনে রুশ যাজক রাসপুটিন মৃত্যুবরণ করেন।

১৯২১ সালের এই দিনে ইরানের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং ধর্মীয় ব্যক্তিত্ব মীর্জা কুচাক খান জাঙ্গালী মৃত্যুবরণ করেন।

১৯৮৩ সালের এই দিনে বাংলাদেশের একজন প্রখ্যাত ভাষাসৈনিক ও প্রগতিশীল রাজনীতিবিদ মোহাম্মদ সুলতান মৃত্যুবরণ করেন।

১৯৯০ সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ ও কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মণি সিংহ মৃত্যুবরণ করেন।

২০০৬ সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী শেফালী ঘোষ মৃত্যুবরণ করেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //