ইতিহাসে ৮ জানুয়ারি: কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৯১৮ সালের এই দিনে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণে উল্লিখিত চৌদ্দ দফার উপর ভিত্তি করে জার্মানি অস্ত্রসংবরণে সম্মত হয়।

১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের কারগার থেকে বাঙালি নেতা শেখ মুজিবকে মুক্তি দেন এবং তিনি লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।

জন্ম

১৯০৯ সালের এই দিনে ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোট গল্পকার ও শিশুসাহিত্যিক আশাপূর্ণা দেবী জন্মগ্রহণ করেন।

১৯৩৫ সালের এই দিনে প্রবাদপ্রতীম ভারতীয় বাঙালি অভিনেত্রী সুপ্রিয়া দেবী জন্মগ্রহণ করেন।

১৯৩৫ সালের এই দিনে কিংবদন্তিতুল্য মার্কিন রক সংগীতশিল্পী এলভিস প্রেসলি জন্মগ্রহণ করেন।

১৯৪২ সালের এই দিনে ইংরেজ পদার্থবিদ স্টিফেন হকিং জন্মগ্রহণ করেন।

১৯৪২ সালের এই দিনে জাপানের সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইযুমি জন্মগ্রহণ করেন।

১৯৪৫ সালের এই দিনে বাংলাদেশি কৌতুক অভিনেতা টেলি সামাদ জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৩২৪ সালের এই দিনে ভেনিসের পর্যটক ও বণিক মার্কো পোলো মৃত্যুবরণ করেন। 

১৯৩৪ সালের এই দিনে রুশ দেশের প্রখ্যাত সাহিত্যিক আন্দ্রে বেলি মৃত্যুবরণ করেন।

১৯৫০ সালের এই দিনে প্রভাবশালী অস্ট্রীয় অর্থনীতিবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ শুম্পটার মৃত্যুবরণ করেন।

২০১৩ সালের এই দিনে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ নির্মল সেন মৃত্যুবরণ করেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //