ইতিহাসে ১৩ জানুয়ারি: কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৭০৯ সালের এই দিনে প্রথম বাহাদুর শাহ হায়দ্রাবাদ দখল করেন।

১৭৬১ সালের এই দিনে পানিপথের ৩য় যুদ্ধ শুরু হয়।

১৯৬৪ সালের এই দিনে আরব দেশগুলোর শীর্ষ সম্মেলন মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হয়।

১৯৭২ সালের এই দিনে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মিয়ানমার।

১৯৯৪ সালের এই দিনে ইতালির প্রধানমন্ত্রী কার্লোস শিয়াম্পি পদত্যাগ করেন।

জন্ম

১৮৬৪ সালের এই দিনে জার্মান পদার্থবিদ ভিলহেল্ম ভিন জন্মগ্রহণ করেন।

১৯৫৩ সালের এই দিনে বাংলাদেশি শিক্ষাবিদ, লেখক, গবেষক ও লোকসাহিত্য বিশারদ আবুল আহসান চৌধুরী জন্মগ্রহণ করেন।

১৯৮৩ সালের এই দিনে ভারতীয় অভিনেতা ইমরান খান জন্মগ্রহণ করেন।

১৫৯৯ সালের এই দিনে ব্রিটিশ কবি এডমন্ড স্পেন্সার জন্মগ্রহণ করেন।

১৮৬৪ সালের এই দিনে নোবেলজয়ী জার্মান পদার্থবিদ ভিলহেলম ভিন জন্মগ্রহণ করেন।

১৮৮৯ সালের এই দিনে প্রাবন্ধিক নলিনীকান্ত গুপ্ত জন্মগ্রহণ করেন।

১৯৫৭ সালের এই দিনে কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা জন্মগ্রহণ করেন।

মৃত্যু

১৯৯৮ সালের এই দিনে বাঙালি নজরুলগীতি ও উচ্চাঙ্গ সংগীতশিল্পী বেদারউদ্দিন আহমদ মৃত্যুবরণ করেন।

১৯০৭ সালের এই দিনে কবি ও সাংবাদিক কৃষ্ণচন্দ্র মজুমদার মৃত্যুবরণ করেন।

১৯৩৫ সালের এই দিনে রাজনীতিবিদ ও গ্রন্থকার স্যার আবদুল্লাহ সোহরাওয়ার্দী মৃত্যুবরণ করেন।

১৯৪১ সালের এই দিনে কথাসাহিত্যিক জেমস জয়েস মৃত্যুবরণ করেন। 

১৯৫৯ সালের এই দিনে বিশিষ্ট পন্ডিত ও অভিধানকার হরিচরণ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন।

১৯৬২ সালের এই দিনে কমিউনিস্ট লেখক ও বুদ্ধিজীবী অজয় কুমার ঘোষ মৃত্যুবরণ করেন।

১৯৮৮ সালের এই দিনে তাইওয়ানের প্রেসিডেন্ট চিয়াং চিং কুও’র হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

১৯৯৬ সালের এই দিনে ফরাসি নাট্য ও চলচ্চিত্র অভিনেতা দেনিজ গ্রে  মৃত্যুবরণ করেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //