ইতিহাসে ২৫ জানুয়ারি: কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

জন্ম 

ফ্রিডরিখ হেইনরিচ ইয়াকবি — একজন প্রভাবশালী জার্মান দার্শনিক। ১৭৪৩ সালের আজকের দিনে জন্ম নেয়া এই দার্শনিক নিহিলিজম্‌(দর্শন) এর প্রসার ঘটানোর জন্য আলোচিত।

রবার্ট বার্ণস — একজন বিখ্যাত স্কটিশ কবি ও গীতিকার। ১৭৫৯ সালের আজকের দিনে জন্ম নেয়া এই কবি স্কটল্যান্ডের জাতীয় কবি হিসেবে পরিচিত।

মাইকেল মধুসূদন দত্ত — একবিংশ শতাব্দীর একজন জনপ্রিয় বাঙালি কবি। ১৮২৪ সালের আজকের দিনে জন্ম নেয়া এই বাঙালি বাংলা সাহিত্যের অন্যতম সেরা কবি ও বাঙালি সনেটের জনক হিসেবে সমাদৃত।

মৃত্যু

গ্রেগর পারলিশেভ — একজন বুলগেরিয়ান কবি। আধুনিক ম্যাসাডোনিয়ার সাহিত্য ও ভাষায় ব্যাপক অবদান রাখা এই কবি ১৮৯৩ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন।

অনন্ত লাল সিং — এক ভারতীয় বিপ্লবী। চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে অংশ নেয়া ও ভারতের বিপ্লবী কমিউনিস্ট কাউন্সিলের প্রতিষ্ঠাতা এই নেতা ১৯৭৯ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন। 

মির খালিল উর রেহমান — পাকিস্তানি বংশোদ্ভূত জ্যাঙ গ্রুপ অব নিউজ পেপারের সম্পাদক ও প্রতিষ্ঠাতা। পাকিস্তানের সবচেয়ে সফল সংবাদপত্র-উদ্যোক্তাদের একজন এই সম্পাদক ১৯৯২ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //