ইতিহাসে ২৪ ফেব্রুয়ারি: কোথায় কী ঘটেছিলো

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

ঘটনা

১৯৫২ - ভাষা আন্দোলনের স্মরণে ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয়। কয়েক দিন পরেই এটি পুলিশ ধ্বংস করে দেয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় ফিলিপাইন।

১৯৭৫- জাতির জনক শেখ মুজিবুর রহমান "বাকশাল" প্রতিষ্ঠা করেন।

২০০৮ - ফিদেল কাস্ত্রো কিউবার রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন। তিনি কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে আরো ৩ বছর বহাল ছিলেন।

জন্ম

১৯৫৫ - অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস জন্মগ্রহণ করেন।

১৯৫৬ - আমেরিকার দার্শনিক, তাত্ত্বিক ও লেখক জুডিথ বাটলার জন্মগ্রহণ করেন। 

মৃত্যু

১৬৬৬ - ইংরেজ সুরকার ও চিত্রশিল্পী নিকোলাস লানিয়ার মৃত্যুবরণ করেন।

১৯১০ - উসমানীয় প্রশাসক, বুদ্ধিজীবী, শিল্প বিশেষজ্ঞ উসমান হামদি বে মৃত্যুবরণ করেন।

১৯৯৩ - ইংরেজ ফুটবল খেলোয়াড় ববি মুর মৃত্যুবরণ করেন।

১৯৯৯ - বাংলা সাহিত্যের গবেষক ও অধ্যাপক ড. আহমদ শরীফ মৃত্যুবরণ করেন।

২০১৬ - বাংলাদেশি প্রত্নতাত্ত্বিক, গবেষক ও লেখক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া মৃত্যুবরণ করেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //