ইতিহাসে ২৩ এপ্রিল: কোথায় কী ঘটেছিলো

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই। 

ঘটনা
১৮২৭- আইরিশ গণিতজ্ঞ ও পদার্থবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন আলোকরশ্মির তত্ত্ব প্রদান করেন।
১৯২০- তুরস্কের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সেদেশের এক কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ আংকারা শহরে প্রতিষ্ঠিত হয়।

জন্ম
১৮৫৮- বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক জন্মগ্রহণ করেন। 
১৯৪১- মার্কিন কম্পিউটার প্রোগ্রামার এবং বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী রে টমলিনসন জন্মগ্রহণ করেন। 

মৃত্যু
১৬১৬ – স্পেনের ঔপন্যাসিক, কবি ও নাট্যকার মিগেল দে থের্ভান্তেস মৃত্যুবরণ করেন। 
১৬১৬ - ইংরেজি সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ও সাহিত্যিক উইলিয়াম সেক্সপিয়র মৃত্যুবরণ করেন। 
১৯৯২ - বাংলা চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক ও চিত্রকর সত্যজিৎ রায় মৃত্যুবরণ করেন। 

দিবস
আজ বিশ্ব বই দিবস। 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //