ইতিহাসে ২১ জুলাই: কোথায় কী ঘটেছিলো

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।

জন্ম
১৬২০ - ফরাসি জোতির্বিদ জিন পিকার্ড জন্মগ্রহণ করেন। 
১৬৬৪ - ইংরেজ কবি ও কূটনীতিক ম্যাথু প্রাইয়োর  জন্মগ্রহণ করেন। 
১৭১০ -  জার্মান শল্যচিকিৎসক পল মোরিং  জন্মগ্রহণ করেন। 
১৭৬২ -  রাস্তা নির্মাণের পথপ্রদর্শক টিমোথি হাইনম্যান  জন্মগ্রহণ করেন। 
১৮৯৯ -  মার্কিন উপন্যাসিক, ছোটগল্প রচয়িতা ও সাংবাদিক আর্নেস্ট হেমিংওয়ে  জন্মগ্রহণ করেন। 

মৃত্যু
১৯৫১ - মহাকবি কায়কোবাদ মৃত্যুবরণ করেন। 
১৯৭৬ - বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার আবু তাহের মৃত্যুবরণ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //