Logo
×

Follow Us

খেলাধুলা

বাংলাদেশে আসবে আর্জেন্টিনা?

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৯, ১৬:৪১

বাংলাদেশে আসবে আর্জেন্টিনা?

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কয়েকজন সদস্য। ছবি: সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসতে পারে লিওনেল মেসির আর্জেন্টিনা। 

প্যারাগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের অফিসিয়াল টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে।

তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বলেছে, সব কিছু চূড়ান্ত হলেই কেবল নিশ্চিত করে বলা সম্ভব।

প্যারাগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে, নভেম্বরে বাংলাদেশে দুটি প্রীতি ম্যাচ খেলতে আসবে প্যারাগুয়ে। আগামী ১৫ নভেম্বর প্রথম ম্যাচে ভেনেজুয়েলা এবং ১৮ নভেম্বর দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে তারা।।

২০১১ সালে আর্জেন্টিনা বাংলাদেশ সফরে এসেছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়া সেই প্রীতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫