Logo
×

Follow Us

আন্তর্জাতিক

দ. কোরীয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ৭

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯, ২০:০০

দ. কোরীয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ৭

দোকড়ো দীপপুঞ্জ

জাপানের বিরোধপূর্ণ দোকড়ো দীপপুঞ্জে একটি দক্ষিণ কোরীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালানো হলেও এখনো কারো খোঁজ পাওয়া যায়নি।

বিধ্বস্ত হেলিকপ্টারটি ইউরোপের তৈরী। হেলিকপ্টারটিতে থাকা সাতজনের পাঁচজন উদ্ধার কর্মী, একজন মাছ শিকারি ও অপরজন বেসামরিক নাগরিক ছিল। ১৯৪৫ সাল থেকে জাপান সাগর বা পূর্ব সাগরে অবস্থিত ছোট দ্বীপ ডকডো সিউলের নিয়ন্ত্রণে থাকলেও টোকিও দ্বীপটি এখনো তাদের বলে দাবি করে আসছে।

দক্ষিণ কোরয়িার জাতীয় দমকল সংস্থার মুখপাত্র এএফপি’কে বলেন, তাদের দেশের কোস্টগার্ড, জাতীয় দমকল সংস্থার সদস্য ও বেসামরিক নৌযান নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান অভিযান চালাচ্ছে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই এলাকায় কয়েকটি হেলিকপ্টার ও ডুবুরিদের পাঠিয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫